মহাদেবপুরে ১৫ নারী-পুরুষ আটক

- Update Time : ১০:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ৩৩২ Time View

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কোর্টের ওয়ারেন্টমূলে ১৫ জন নারী-পুরুষকে আটক করেছে।
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কোর্টের ওয়ারেন্টমূলে ১৫ জন নারী-পুরুষকে আটক করেছে।
শনিবার (২০ মে) দিবাগত রাতে পুলিশের টিম পৃথক এলাকা থেকে তাদের আটক করে রোববার দুপুরে নওগাঁ কোর্টে পাঠায়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আটকরা হলেন, উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর গ্রামের বুদা চন্দ্রের ছেলে শ্রী বিরেন চন্দ্র (৩৫), বাগাচারা আদর্শ গ্রামের কেতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫০), তার ছেলে জামিল হোসেন (২৬), ফয়েজ উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা বেগম, অপর ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী বৃষ্টি বেগম, শিকারপুর গ্রামের মৃত আস্রাব আলীর ছেলে মোকলেছুর রহমান, মৃত কুমুদ আলীর ছেলে অলি হোসেন, মোজাফ্ফর হোসেনের ছেলে জিল্লুর রহমান ও ফারুক হোসেন, মৃত ওসমান আলী মন্ডলের ছেলে মোকসেদ আলী, অর্জনী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আসাদ আলী ও বাদশা আলী এবং মান্দা উপজেলার বেজোরা গ্রামের আতাউর রহমানের ছেলে জাকারিয়া হোসেন।