ব্রেকিং নিউজঃ
মহাদেবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার : অপহরণকারি আটক

Reporter Name
- Update Time : ০৮:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ৩১২ Time View
কাজী সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণের পাঁচ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে এবং অপহরণের অভিযোগে মোহাম্মদ রকি (২০) নামে এক যুবককে আটক করেছে। শুক্রবার (১২ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গত ৭ মে বিকেলে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাঁন্দাশ বালিকা বিদ্যালয়ের মোড় থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৫) ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।
এব্যাপারে ওই ছাত্রীর মা মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে হাতুড় থেকে ভিকটিকমে উদ্ধার করে এবং আসামীকে আটক করে।
শনিবার দুপুরে তাকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।