মহাত্মা গান্ধী চেয়েছিলেন ভারত পাকিস্তান বাংলাদেশ নিয়ে উপমহাদেশ হবে আধুনিক মহাদেশ

- Update Time : ০৬:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৪০৯ Time View
মহান ভারতের জাতির পিতা ও অহিংস রাজনীতির প্রবক্তা সাধারণ মানুষের বন্ধু ব্রিটিশ তারানোর অন্যতম নেতা মহাত্মা মোহন দাস করম চাদ গান্ধী ১৫৪ তম জন্মবার্ষিকী ও বিশ্ব অহিংস দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিকলীগ এক সমাবেশের আয়োজন করেছে ২ অক্টোবর ২০২৩ বিকাল ৪ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব চত্তর ঢাকা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদূত হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।
সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মানিক লাল ঘোষ, বাংলাদেশ ন্যাপের সহ সভাপতি স্বপন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাসদের নেতা হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম,নারী নেত্রী এলিজা রহমান, বিশিষ্ট সমাজ সেবক নকিব হক, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবার জন্যই সৃষ্টিকর্তা ১৫৪ বৎসর আগে মহাত্মা গান্ধীকে এই উপমহাদেশে জন্ম দিয়েছিলেন।
মহাত্মা গান্ধী আন্দোলন সংগ্রামের মাধ্যমে উপমহাদেশের সর্বস্তরের লোকদেরকে ঐক্য বদ্দ করেছেন এবং উপমহাদেশকে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন।
কিন্তু তখনকার কিছু রাজনৈতিক দুষ্ট চরিত্রের নেতারা একটি দেশ হতে দেয় নাই। সেই কারণে আজ উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিষ্ঠা পেয়েছে।
এই মহান নেতার জন্মদিনে আমাদের ঐক্যহোক যেই ঐক্যের মাধ্যমে বাংলাদেশের জাতির পিতার আদর্শের বাংলাদেশ প্রতিষ্ঠা পাক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হোক বাঙালি জাতীয়বাদের উন্মেষ ঘটুক।
নিম চন্দ্র ভৌমিক আরো বলেন ১৯৭১ সনে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই লক্ষ্যে যে বঙ্গবন্ধুর ঘোষিত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ক্ষুদা দারিদ্র মুক্ত দেশ গড়ার লক্ষ্যে।
আজ স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত জোট বঙ্গবন্ধুর আদর্শ মানে না, মীজার্ ফখরুল ইসলামের জনসভায় জয়বাংলা স্লোগান দিলে সেই যুবককে কটাক্ষ করেন।
ইহাতেই প্রমাণ হয় বিএনপি স্বাধীনতা মানে না বিএনপি পাকিস্তানের দালাল। মানুষ পুড়ে মারার কারিগর তাদেরকে প্রতিহত করতে হবে।
সভাপতির ভাষণে এম এ জলিল বলেন, মহাত্মা গান্ধীর এই জন্মদিলে আমাদের স্বপথ হোক আমরা অহিংস রাজনীতি করব, শান্তির রাজনীতি করব, অন্যায়ের প্রতিবাদ করবো আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধু তনায় শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই।
সেই ঐক্যের আদর্শ হল মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতীয়তাবাদের ও অসাম্প্রদায়িক চেতনার শক্তি। এই ঐক্যই পারে বাংলাদেশকে সন্ত্রাস জঙ্গিবাদ তালেবান মাদক দুর্নীতি টাকা পাচারকারী মুক্ত একটি আদর্শিক দেশ। যেই স্বপ্ন দেখেছিলেন মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু।