ব্রেকিং নিউজঃ
মহাখালীতে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজধানী ডেস্ক
- Update Time : ০৯:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ২৫৫ Time View
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (রোববার, ১৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার পর রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লাগে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রওনা দেয়।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।
অগ্নিকাণ্ডের ফলে পাম্পের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের ওপরে একপাশে যান চলাচল বন্ধ রাখা হয়।
জ্যামে প্রায় আধা ঘণ্টা বসে থাকার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়