মহম্মদপুরে ইয়াবা সহ প্রকৌশলী আটক

- Update Time : ১০:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ২০৭ Time View
মাগুরার মহম্মদপুরে মাসুম বিল্লাহ (৩০) নামের এক প্রকৌশলীকে ইয়াবা সহ আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা আমির হোসেন (৩৫) নামের আরেক সহযোগীকে আটক করা হয়। বুধবার রাতে উপজেলা সদরের পাঁচ রাস্তা এলাকার থেকে তাদেরকে আটক করা হয়।
মাসুম বিল্লাহ মহম্মদপুর সদরের ধোয়াইল গ্রামের সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মৃত মাহমুদ হোসেনের ছেলে। তিনি ঢাকা আইইউবিএটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারি হয়েছেন। তার আরেক সহযোগী আমির হোসেন একই গ্রামের সাহেব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের পাঁচ রাস্তা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই বাদশার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রকৌশলী মাসুম বিল্লাহ ও আমির হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ১৪ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।