ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মস্কোয় বোমা হামলায় রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / ৪৩ Time View

ইউক্রেন যুদ্ধের দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় মস্কোতেই বোমা হামলায় নিহত হলেন রাশিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ।

কিরিলভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। কিয়েভ ইনডিপেনডেন্ট ও সংবাদ সংস্থা আরবিসি ইউক্রেন জানিয়েছে, কিরিলভকে হত্যা করেছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)। মঙ্গলবার সকালে মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে একটি আবাসিক এলাকায় স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে মৃত্যু হয় তার। এ সময় তার সহকারীও নিহত হয়েছেন।

রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ছবিতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা দুটি রক্তাক্ত লাশ দেখা গেছে।

গতকাল, নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে। এর আগে, অক্টোবরে, যুদ্ধক্ষেত্রে বিষাক্ত শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য কিরিলভ ও পারমাণবিক নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

মস্কোয় বোমা হামলায় রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

ইউক্রেন যুদ্ধের দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় মস্কোতেই বোমা হামলায় নিহত হলেন রাশিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ।

কিরিলভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। কিয়েভ ইনডিপেনডেন্ট ও সংবাদ সংস্থা আরবিসি ইউক্রেন জানিয়েছে, কিরিলভকে হত্যা করেছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)। মঙ্গলবার সকালে মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে একটি আবাসিক এলাকায় স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণে মৃত্যু হয় তার। এ সময় তার সহকারীও নিহত হয়েছেন।

রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ছবিতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা দুটি রক্তাক্ত লাশ দেখা গেছে।

গতকাল, নিষিদ্ধ কেমিক্যাল অস্ত্র ব্যবহার করার জন্য কিরিলভকে অভিযুক্ত করে ইউক্রেন। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে। এর আগে, অক্টোবরে, যুদ্ধক্ষেত্রে বিষাক্ত শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য কিরিলভ ও পারমাণবিক নিরাপত্তা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়।

নওরোজ/এসএইচ