ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে আদালত থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা নয় বছর পর ফিরছে ‘ব্রিকলেন কারি ফ্যাস্টিভ্যাল’ ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির নৈশভোজ চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক করলেন অভিনেত্রী সায়ন্তনী যেদিন রাস্তায় নামব, বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী

মসজিদ নির্মাণকে কেন্দ্র করে নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি

পাবনা প্রতিনিধি
  • Update Time : ০২:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ১২৩ Time View

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান। ছবি : সংগৃহীত

পাবনার বেড়ায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হাফিজুর নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সংঘর্ষের পরদিন প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় প্রায় ২০০ থেকে ২৫০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় হাফিজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শনিবার (২৬ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাফিজুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত ২০টি ঘর পুড়ে যায়। অভিযোগ রয়েছে, এ সময় লুটপাটও হয়েছে।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, মসজিদ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এরপর প্রতিশোধমূলক হামলায় ঘরে আগুন দেওয়া হয়। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

পরিস্থিতি শান্ত করতে রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ১০টা থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি থাকবে।

এ সময়ের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একসঙ্গে চলাচল, সভা-সমাবেশ, মিছিল, মাইক ব্যবহার এবং লাঠি, রড, দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

মসজিদ নির্মাণকে কেন্দ্র করে নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি

পাবনা প্রতিনিধি
Update Time : ০২:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

পাবনার বেড়ায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হাফিজুর নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সংঘর্ষের পরদিন প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় প্রায় ২০০ থেকে ২৫০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় হাফিজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে শনিবার (২৬ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাফিজুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত ২০টি ঘর পুড়ে যায়। অভিযোগ রয়েছে, এ সময় লুটপাটও হয়েছে।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, মসজিদ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এরপর প্রতিশোধমূলক হামলায় ঘরে আগুন দেওয়া হয়। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

পরিস্থিতি শান্ত করতে রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ১০টা থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি থাকবে।

এ সময়ের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একসঙ্গে চলাচল, সভা-সমাবেশ, মিছিল, মাইক ব্যবহার এবং লাঠি, রড, দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।