ব্রেকিং নিউজঃ
ময়মনসিংহ-৩: বন্ধ কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি

নওরোজ ডেস্ক
- Update Time : ০৪:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ১৪০ Time View
নির্বাচনে নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত করা একটি কেন্দ্রের ভোট ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (৮ জানুযারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।
জানা যায়, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় এ আসনের ফলাফল স্থগিত রয়েছে।
এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।
নওরোজ/এসএইচ