ময়মনসিংহ সদর ৪ আসনে ধানের শীষের প্রার্থী হবেন আবু ওয়াহাব আকন্দ
- Update Time : ০৫:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১০৮ Time View
গত সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রার্থী তালিকায় সময় সদর ৪ আসনে আবু ওয়াহাব আকন্দের নাম থাকলেও নামের পাশে কলমে লেখা ছিল স্থগিত। যার জন্য দলের মহাসচিব সংবাদ সম্মেলনে এই আসনে মনোনীত প্রার্থীর নাম পরে জানানো হবে বলে জানান।
নাম স্থগিত হওয়ায় জনমনে দেখা দেয় নানান প্রশ্ন । তালিকায় নাম থাকার পরও কেনো নাম ঘোষণা করা হয়নি। সংবাদ সম্মেলনের শেষ হবার কিছুক্ষণ পরেই জানা যায় স্থগিত আদেশ তুলে নেওয়া হয়েছে। আবু ওয়াহাব আকন্দ কেই ধানের শীষের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। উনাকে দলীয় ভাবে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী প্রচারণা করার।
এ বিষয়ে আবু ওয়াহাব আকন্দ জানান, নাম প্রকাশের তালিকা চুড়ান্ত। যখন ঘোষণা মঞ্চে মহাসচিব উঠেন দেখেন নামের পাশে স্থগিত। এজন্য উনি আর নাম ঘোষণা করেননি। এর কিছুক্ষণ পরেই আমাকে জনানো হয় সদর আসনে আপনকেই মনোনীত করা হয়েছে।পরবর্তীতে নাম প্রকাশ করা হবে।
আমাদের দল নেতা শরীফুল আলমকে, সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ বিভাগ চেয়ারম্যান সাহেব জানান নাম যেটা প্রকাশ করা হয়েছে সেটা স্থগিত না। উনাকে বলেন ময়মনসিংহ সদর ৪ আসনে জোরালো ভাবে সকলকে নিয়ে ধানের শীষের প্রচারনা করতে।
তিনি আরো জানান, দেশ নেতা তারেক রহমানের নির্দেশে দলের সাংগঠনিক টিম রয়েছে কেউ যদি এই সিদ্ধান্তের বিপরীতে বিভ্রান্ত ছাড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































