ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত

- Update Time : ০৩:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৭৪ Time View
ময়মনসিংহ সাংবাদিক বন্ধু মহলের আয়োজনে এই প্রথম সাংবাদিকদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২৫ গত ২৫ জানুয়ারি সকাল ৯ ঘটিকায় ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক সংলগ্ন উমেদ আলী মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে ময়মনসিংহ জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত ময়মনসিংহ কিংস বনাম দুর্বার ময়মনসিংহ। বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা মাহবুব রেজা করিম মুরাদ।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত মনোমুগ্ধকর উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাটিকে আরো আকর্ষণীয় করে তুলে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচটিতে ময়মনসিংহ কিংস ২৬ রানে দুর্বার ময়মনসিংহ কে পরাজিত করে।ময়মনসিংহ কিংস টসে হেরে ব্যাট করতে নামে। আবু জার আল গিফারের ৩৪ বলে ১২০ রানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ২৭৩ রানের টার্গেট দেয় ময়মনসিংহ কিংস।
জাবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৪৬ রান সংগ্রহ করে দুর্বার ময়মনসিংহ।ময়মনসিংহে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচের মাঠে সাংবাদিকদের যেন মিলন মেলায় পরিণত হয়েছিল।
সাংবাদিকদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করতে পেরে সকলেই আনন্দিত বলে মত প্রকাশ করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। উপস্থিত সাংবাদিকবৃন্দ আয়োজক কমিটিকে প্রতিবছর এমন একটি খেলার আয়োজন করার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক মাহবুব রেজা করিম মুরাদ বলেন আমি সাংবাদিকদের এমন একটি আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতে পেরে আনন্দিত। তিনি ভবিষ্যতে এমন আয়োজন আরো বেশি বেশি করার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপারের পক্ষে ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ, ময়মনসিংহ সিভিল সার্জন এর পক্ষে মেডিকেল অফিসার ডাক্তার শ্যারমীন ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক,আসাদুজ্জামান তালুকদার।