‘মম ২’-এ কারিশ্মা
- Update Time : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২০৯ Time View
জাতীয় পুরস্কারজয়ী শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবির সিক্যুয়েল নির্মাণের প্রস্তুতি চলছে। নতুন এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী কারিশ্মা তান্না। জানা গেছে, তিনি এ ছবিতে শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুরের সঙ্গে পর্দা ভাগ করবেন।
সম্প্রতি পুরস্কারজয়ী ওয়েব সিরিজ স্কুপে অসাধারণ অভিনয়ের জন্য আলোচনায় ছিলেন কারিশ্মা। এবার মম ২-এ তিনি হাজির হচ্ছেন এক শক্তিশালী চরিত্রে।
সূত্রের তথ্য অনুযায়ী, ছবিটি মূল মমের ভাবধারাকে ধরে রাখলেও গল্পটি সম্পূর্ণ নতুন। ন্যায়বিচার, দৃঢ়তা ও নারীর সংগ্রাম—এ থিম নিয়েই তৈরি হবে সিনেমাটি। প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, ‘মম ২’ আবেগঘন ও আধুনিক এক গল্প, যেখানে কারিশ্মা তন্নার গভীরতা ও খুশি কাপুরের তারুণ্যের শক্তি একসঙ্গে কাজ করবে। সিনেমাটি এবার পরিচালনা করবেন ‘মম’ ছবির সহলেখক গিরিশ কোহলি। তিনি ‘কেসারি’ ও ‘হিট: দ্য ফার্স্ট কেস’-এর মতো সফল সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন।
যদিও ‘মম ২’ সরাসরি ২০১৭ সালের মমের গল্পের ধারাবাহিকতা নয়, তবে ঘরানা একই রকম—রহস্য, আবেগ ও উচ্চমাত্রার নাটকীয়তায় ভরপুর। চলচ্চিত্রটির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আগামী মাসগুলোয় এর গল্প, মুক্তির তারিখ ও টিজার সংক্রান্ত আপডেট জানানো হবে বলে জানা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































