মব লিঞ্চিং, পার্বত্য এলাকার অস্থিতিশীলতা বিচ্ছিন্ন ঘটনা নয়: মির্জা ফখরুল

- Update Time : ০২:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৯ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনসারদের সচিবালয়ে অবস্থান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে মব লিঞ্চিং এবং পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে তার কোনোটাই বিচ্ছিন্ন নয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সংস্কার চাপিয়ে দেওয়া নয় দাবি করে তিনি আরও বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন। এ বিষয়ে সবার কাছ থেকে মতামত আশা উচিত।
মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন। সংস্কার চাপিয়ে দেওয়া নয়, এটা সবার কাছ থেকে মতামত আশা উচিত। নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করছেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনায় বসার আহ্বান জানান মির্জা ফখরুল।
নওরোজ/এসএইচ