ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
হাদি হত্যা

মব ভায়োলেন্সের তদন্ত ও বিচার চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ২৪ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর জেরে সৃষ্ট সংঘবদ্ধ সহিংসতায় গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসাথে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছে সংস্থাটি। শনিবার এক্সে দেয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানায়।

বিবৃতিতে অ্যামনেস্টি বলে, ‘যুবনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরবর্তী সময়ে সৃষ্ট “মব ভায়োলেন্স” বা সংঘবদ্ধ সহিংসতা—যার জেরে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরকে হেনস্তার ঘটনা ঘটেছে—সেসবের দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।’

সংস্থাটি ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পোশাককর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মব ভায়োলেন্সের তীব্র নিন্দা জানাচ্ছে, যার ফলে মানুষ আহত হয়েছে, সম্পত্তির ধ্বংসসাধন হয়েছে এবং এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং মৃত্যুদণ্ডের বিধান এড়িয়ে একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।’

 

Please Share This Post in Your Social Media

হাদি হত্যা

মব ভায়োলেন্সের তদন্ত ও বিচার চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:২৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর জেরে সৃষ্ট সংঘবদ্ধ সহিংসতায় গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসাথে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছে সংস্থাটি। শনিবার এক্সে দেয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানায়।

বিবৃতিতে অ্যামনেস্টি বলে, ‘যুবনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরবর্তী সময়ে সৃষ্ট “মব ভায়োলেন্স” বা সংঘবদ্ধ সহিংসতা—যার জেরে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরকে হেনস্তার ঘটনা ঘটেছে—সেসবের দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।’

সংস্থাটি ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পোশাককর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মব ভায়োলেন্সের তীব্র নিন্দা জানাচ্ছে, যার ফলে মানুষ আহত হয়েছে, সম্পত্তির ধ্বংসসাধন হয়েছে এবং এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং মৃত্যুদণ্ডের বিধান এড়িয়ে একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।’