মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনায় বাসদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

- Update Time : ০৬:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৪৭ Time View
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৯ অক্টোবর ২০২৪ সংবাদ পত্রে দেওয়া এক বিবৃতিতে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মন্ডপ ও মন্দিরে প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, রাজবাড়ীর বড়পুলে জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের দূর্গাপূজা মন্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনা প্রমাণ করে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টিকারীরা কত তৎপর। ইতিমধ্যে মন্ডপ ও মন্দিরে প্রতিমা ভাংচুরের ১৮টি ঘটনা ঘটেছে, ১৫টি মামলা হয়েছে; ১২ জন গ্রেপ্তারও হয়েছে। কয়েকজন ওসিকেও প্রত্যাহার করা হয়েছে। কিন্তু সরকারের যথাযথ পদক্ষেপের দুর্বলতার কারণে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি আসছে না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটতে থাকলে উৎসবের পরিবেশ বিঘ্নিত হবে।
কমরেড ফিরোজ দূর্গোৎসব আয়োজনের নিরাপত্তায় সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। একই সাথে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পার্টির নেতা-কর্মী-দরদীসহ ধর্মবর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উৎসব আয়োজনে পাশে থাকার আহ্বান জানান।