ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন ঘোষণার পরপরই হাতিয়ায় বিএনপি নেত্রী ফৌজিয়া সাফদার সোহেলীর বাড়িতে হামলা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
  • Update Time : ১১:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১৯১ Time View

হাতিয়ার জনপ্রিয় নারী নেতা ফৌজিয়া সাফদার সোহেলী দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের কঠিন সময়েও হাতিয়ার মোহাম্মদ আলীর রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি ও দলের নেতা-কর্মীদের পাশে ছিলেন তিনি।

হাতিয়ার মানুষের কষ্ট লাগবে ফেরি চালুর জন্য নোয়াখালী জেলা প্রশাসক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে নানাভাবে দেনদরবার করেছেন তিনি। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এ বিষয়ে হাতিয়ার মানুষের জন্য উদ্যোগ নেয়নি। মোহাম্মদ আলী নামের এক প্রভাবশালী ব্যক্তি পুরো হাতিয়াকে কার্যত জিম্মি করে রেখেছিল।

তবুও ফৌজিয়া সাফদার সোহেলী নিরলসভাবে চেষ্টা চালিয়ে গেছেন। নদী ভাঙন রোধে জিও ব্যাগ সংগ্রহ থেকে শুরু করে নানা জনকল্যাণমূলক উদ্যোগে তিনি সক্রিয় ছিলেন।

তবে সম্প্রতি নোয়াখালী হাতিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণার পরপরই তাঁর বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি পবিত্র ওমরা পালনে সৌদি আরবে অবস্থান করছেন। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন—দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

এদিকে এই হামলার ঘটনায় হাতিয়া বিএনপির তৃণমূল নেতাকর্মীরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা জানান, আগামীতে হাতিয়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। দলের ছত্রছায়ায় যারা এমন কাজ করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”

স্থানীয় জনগণও এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

মনোনয়ন ঘোষণার পরপরই হাতিয়ায় বিএনপি নেত্রী ফৌজিয়া সাফদার সোহেলীর বাড়িতে হামলা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
Update Time : ১১:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

হাতিয়ার জনপ্রিয় নারী নেতা ফৌজিয়া সাফদার সোহেলী দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের কঠিন সময়েও হাতিয়ার মোহাম্মদ আলীর রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি ও দলের নেতা-কর্মীদের পাশে ছিলেন তিনি।

হাতিয়ার মানুষের কষ্ট লাগবে ফেরি চালুর জন্য নোয়াখালী জেলা প্রশাসক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে নানাভাবে দেনদরবার করেছেন তিনি। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এ বিষয়ে হাতিয়ার মানুষের জন্য উদ্যোগ নেয়নি। মোহাম্মদ আলী নামের এক প্রভাবশালী ব্যক্তি পুরো হাতিয়াকে কার্যত জিম্মি করে রেখেছিল।

তবুও ফৌজিয়া সাফদার সোহেলী নিরলসভাবে চেষ্টা চালিয়ে গেছেন। নদী ভাঙন রোধে জিও ব্যাগ সংগ্রহ থেকে শুরু করে নানা জনকল্যাণমূলক উদ্যোগে তিনি সক্রিয় ছিলেন।

তবে সম্প্রতি নোয়াখালী হাতিয়ায় বিএনপির মনোনয়ন ঘোষণার পরপরই তাঁর বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি পবিত্র ওমরা পালনে সৌদি আরবে অবস্থান করছেন। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন—দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

এদিকে এই হামলার ঘটনায় হাতিয়া বিএনপির তৃণমূল নেতাকর্মীরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা জানান, আগামীতে হাতিয়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। দলের ছত্রছায়ায় যারা এমন কাজ করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”

স্থানীয় জনগণও এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।