ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়নের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৫৭৪ Time View

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে সমর্থকদের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সরারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরারচর রেলগেট মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারীরা শেখ মজিবুর রহমান ইকবালকে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সাময়িকভাবে আটকে দেয়। প্রায় ১০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সমর্থকদের সরে যেতে অনুরোধ করেন। তাদের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যদের প্রতি আমরা আহ্বান জানাই, শিগগির শেখ মজিবুর রহমান ইকবালের নাম কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করুন।

তিনি আরও বলেন, ‘বাজিতপুর-নিকলী উপজেলার জনগণ ইকবাল ভাই ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেবে না। যতদিন শেখ মজিবুর রহমান ইকবালের প্রার্থিতা ঘোষণা না হবে, ততদিন আমরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। জনগণের দাবি উপেক্ষা করে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না।’

Please Share This Post in Your Social Media

মনোনয়নের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৬:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে সমর্থকদের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সরারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরারচর রেলগেট মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারীরা শেখ মজিবুর রহমান ইকবালকে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান।

এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সাময়িকভাবে আটকে দেয়। প্রায় ১০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা বিএনপি নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সমর্থকদের সরে যেতে অনুরোধ করেন। তাদের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যদের প্রতি আমরা আহ্বান জানাই, শিগগির শেখ মজিবুর রহমান ইকবালের নাম কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করুন।

তিনি আরও বলেন, ‘বাজিতপুর-নিকলী উপজেলার জনগণ ইকবাল ভাই ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেবে না। যতদিন শেখ মজিবুর রহমান ইকবালের প্রার্থিতা ঘোষণা না হবে, ততদিন আমরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। জনগণের দাবি উপেক্ষা করে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না।’