ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনুষ্যবিহীন যুদ্ধবিমান মডেল তৈরি, যুবককে ছাত্রশিবিরের সম্মাননা স্মারক প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : ০৫:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৪২ Time View

তরুণ বোরহান উদ্দীনকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুলকার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। ছবি : সংগৃহীত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণায় পরীক্ষামূলক যুদ্ধবিমানের (মডেল) নকশা ও নির্মাণে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সাতক্ষীরার বোরহান উদ্দীনকে সম্মাননা স্মারক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্ট ভবনে শহর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বোরহান উদ্দীন সাতক্ষীরার তালা উপজেলার আলাদিপুর গ্রামের বাসিন্দা ও রাইস মিল ব্যবসায়ী আতিয়ার মোড়লের ছেলে। তিনি মনুষ্যবিহীন যুদ্ধবিমানের (ড্রোন) একটি কার্যকর মডেল তৈরি করে আলোচনায় আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুলকার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সহকারী সম্পাদক ইমামুল ইসলাম, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মো. আল মামুন এবং জেলা সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।

প্রধান অতিথি মো. নোমান হোসেন নয়ন বলেন, বোরহানের এ সাফল্য প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে সীমিত সুযোগের মধ্যেও বড় কিছু করা সম্ভব। তরুণ প্রজন্মের জন্য এটি অনুপ্রেরণার।

বোরহান উদ্দীন বলেন, আমি ইউটিউবের মাধ্যমে যুদ্ধবিমান তৈরির ভিডিও দেখে অনুপ্রাণিত হন। এরপর কটশিট, মোটর, ব্যাটারি ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে প্রায় আট মাসের প্রচেষ্টায় তিনি একটি মনুষ্যবিহীন যুদ্ধবিমানের মডেল তৈরি করেন। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি উড়তে এবং নির্দিষ্ট স্থানে অবতরণ করতে সক্ষম।

তিনি আরও বলেন, প্রথমে ১০-১৫ বার ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। অবশেষে সফল হয়েছি।

অনুষ্ঠানে বক্তারা তরুণ এ উদ্ভাবকের উদ্যোগকে দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দেন এবং তার ভবিষ্যৎ উদ্ভাবনী কাজে সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

মনুষ্যবিহীন যুদ্ধবিমান মডেল তৈরি, যুবককে ছাত্রশিবিরের সম্মাননা স্মারক প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি
Update Time : ০৫:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণায় পরীক্ষামূলক যুদ্ধবিমানের (মডেল) নকশা ও নির্মাণে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সাতক্ষীরার বোরহান উদ্দীনকে সম্মাননা স্মারক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্ট ভবনে শহর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বোরহান উদ্দীন সাতক্ষীরার তালা উপজেলার আলাদিপুর গ্রামের বাসিন্দা ও রাইস মিল ব্যবসায়ী আতিয়ার মোড়লের ছেলে। তিনি মনুষ্যবিহীন যুদ্ধবিমানের (ড্রোন) একটি কার্যকর মডেল তৈরি করে আলোচনায় আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুলকার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সহকারী সম্পাদক ইমামুল ইসলাম, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মো. আল মামুন এবং জেলা সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।

প্রধান অতিথি মো. নোমান হোসেন নয়ন বলেন, বোরহানের এ সাফল্য প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে সীমিত সুযোগের মধ্যেও বড় কিছু করা সম্ভব। তরুণ প্রজন্মের জন্য এটি অনুপ্রেরণার।

বোরহান উদ্দীন বলেন, আমি ইউটিউবের মাধ্যমে যুদ্ধবিমান তৈরির ভিডিও দেখে অনুপ্রাণিত হন। এরপর কটশিট, মোটর, ব্যাটারি ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে প্রায় আট মাসের প্রচেষ্টায় তিনি একটি মনুষ্যবিহীন যুদ্ধবিমানের মডেল তৈরি করেন। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটি উড়তে এবং নির্দিষ্ট স্থানে অবতরণ করতে সক্ষম।

তিনি আরও বলেন, প্রথমে ১০-১৫ বার ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছাড়িনি। অবশেষে সফল হয়েছি।

অনুষ্ঠানে বক্তারা তরুণ এ উদ্ভাবকের উদ্যোগকে দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দেন এবং তার ভবিষ্যৎ উদ্ভাবনী কাজে সহযোগিতার আশ্বাস দেন।