ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শুভাঢ্যা খালটাকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সাথে প্রবাহমান করে সমৃদ্ধ করে দিতে চাই – সৈয়দা রিজওয়ানা হাসান তারেক রহমানের নাম ভাঙ্গিয়ে মওকাবাজরা তৎপর : এখনই রাশ টানা দরকার সেই চিহ্নিত দুর্নীতিবাজ জজ এবার আইন সচিব হচ্ছেন! বিচারপতি আখতারুজ্জামানের শুনানি সম্পন্ন; খুরশীদ আলমের শুনানি ২ সেপ্টেম্বর আফ্রিদির মুখোশ খুললেন তানভীর রাহী ‘মাহফুজ আলমের ওপর হামলাচেষ্টা, শুধু ধৃষ্টতা নয় দেউলিয়াত্বের ও বহিঃপ্রকাশ’ শপথ নিলেন নবনিযুক্ত ২৫ বিচারপতি বিচার বিভাগ স্বাধীন, দক্ষ ও মানবিক হলে তবেই আস্থা অর্জন করতে পারবে: প্রধান বিচারপতি পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

মধ্যরাতে ঘরে ঢুকে মাকে আটকে রেখে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৭:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৮৯ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরে ঢুকে মাকে আটকে রেখে মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৪ সেপ্টেম্বর) থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন আড়াইহাজারের শখেরগাঁও কাজীপাড়া এলাকার শহিদুল্লার ছেলে আশিক (২০), ফজার ছেলে ছরহাব (২৮), সাতগ্রামের টেকপাড়ার মোস্তফার ছেলে হিমেল (২৬), শেরুর ছেলে এনামুল (২৫) ও মনির হোসেনের ছেলে সুজন (২৪)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (২৬) বিবাহিত। স্বামী প্রবাসে থাকায় সন্তান নিয়ে তার মায়ের বাড়িতে অবস্থান করেন তিনি। তিনি বিভিন্ন জরুরি কাজে স্থানীয় এলাকার বাজারে আসা-যাওয়ার পথে অভিযুক্তরা উত্ত্যক্ত করাসহ বিভিন্ন কুপ্রস্তাব দিতেন।

ঘটনার দিন রাতে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে অভিযুক্তরা ঘরে প্রবেশ করেন। তারা ঘরে ঢুকেই ওই নারীর মায়ের মুখ বেঁধে পার্শ্ববর্তী রুমে আটকে রাখেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে কয়েক দফায় ধর্ষণ করেন।

এ ঘটনায় মান-সম্মানের ভয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী। তাৎক্ষণিকভাবে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

মধ্যরাতে ঘরে ঢুকে মাকে আটকে রেখে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

স্টাফ রিপোর্টার
Update Time : ০৭:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরে ঢুকে মাকে আটকে রেখে মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৪ সেপ্টেম্বর) থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন আড়াইহাজারের শখেরগাঁও কাজীপাড়া এলাকার শহিদুল্লার ছেলে আশিক (২০), ফজার ছেলে ছরহাব (২৮), সাতগ্রামের টেকপাড়ার মোস্তফার ছেলে হিমেল (২৬), শেরুর ছেলে এনামুল (২৫) ও মনির হোসেনের ছেলে সুজন (২৪)।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (২৬) বিবাহিত। স্বামী প্রবাসে থাকায় সন্তান নিয়ে তার মায়ের বাড়িতে অবস্থান করেন তিনি। তিনি বিভিন্ন জরুরি কাজে স্থানীয় এলাকার বাজারে আসা-যাওয়ার পথে অভিযুক্তরা উত্ত্যক্ত করাসহ বিভিন্ন কুপ্রস্তাব দিতেন।

ঘটনার দিন রাতে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে অভিযুক্তরা ঘরে প্রবেশ করেন। তারা ঘরে ঢুকেই ওই নারীর মায়ের মুখ বেঁধে পার্শ্ববর্তী রুমে আটকে রাখেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে কয়েক দফায় ধর্ষণ করেন।

এ ঘটনায় মান-সম্মানের ভয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী। তাৎক্ষণিকভাবে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।