মধ্যপ্রাচ্য একত্রিত হয়েছে, শান্তি আসবে: ডোনাল্ড ট্রাম্প

- Update Time : ১১:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ৯২ Time View
গাজায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে ইসরায়েল ও হামাসের চুক্তির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এখন মানুষের যত্ন নেওয়া হবে। এটা একটা ভিন্ন পৃথিবী হতে চলেছে। আমি মনে করি, সত্যিই মধ্যপ্রাচ্য একত্রিত বা সংঘবদ্ধ হয়েছে।’
ফক্স নিউজের শন হ্যানিটিকে ট্রাম্প বলেছেন, ‘আমরা বিশ্বাস করি গাজা অনেক নিরাপদ জায়গা হতে চলেছে। এটা এমন একটা জায়গা হতে চলেছে যেখানে পুনর্গঠন হবে। একইসাথে এই অঞ্চলের অন্যান্য দেশগুলোও এই পুনর্গঠনে সাহায্য করবে। কারণ তাদের কাছে প্রচুর সম্পদ রয়েছে এবং এটা যে ঘটছে তারা তা দেখতে চায়।’
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি আসবে, আমি খুবই আত্মবিশ্বাসী।’ শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের পরে গাজা পুনর্নির্মাণ করার কথা জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, সব পক্ষের সাথে ন্যায্য আচরণ করা হবে। এটি একটি শক্তিশালী ও চিরস্থায়ী শান্তির দিকে অগ্রসরের প্রথম পদক্ষেপ। ইসরায়েলি সরকার এই চুক্তি অনুমোদন দিলে একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং গাজার বেশ কিছু জায়গা থেকে সেনা প্রত্যাহার করা হবে।
বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, ট্রাম্পের উদ্যোগে শান্তির জন্য আলোচনা আরেও জোরদার হয়েছে। কেবল হামাসকেই নয় তিনি ইসরায়েলকেও শান্তি চুক্তির জন্য চাপ দিয়েছেন। দুই বছর পরে গাজা যুদ্ধ অবসানের এমন আশা থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে আলোচনা এখনও বাকি রয়েছে। যেমন, গাজা কে পরিচালনা করবে এবং হামাসের ভবিষ্যৎ কী হবে সে পরিকল্পনা এখনো করা হয়নি।
ফক্স নিউজে শন হ্যানিটির সাথে ফোনে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছেন, শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের পরে যা আসে তা হলো, ‘আপনি দেখতে পাবেন মানুষ একসাথে থাকবে এবং গাজা পুনর্নির্মাণ করা হবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়