মদপান ছেড়ে দেওয়ার কাহিনী শোনালেন ববি দেওল

- Update Time : ০১:১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ Time View
সিনেমায় অভিনেতা-অভিনেত্রীদের মদপানের দৃশ্য দেখা যায়। বাস্তব জীবনেও তাদের কেউ কেউ এই বদ অভ্যাসে আসক্ত। এই নেশায় আসক্ত ছিলেন বলিউড অভিনেতা ববি দেওল। শুধু তাই নয়, নেশা এতটা ভয়াবহ ছিল যে পরিবারের মানুষ তাকে ভয় পেতেন। তবে এক বছরেরও বেশি সময় হল তিনি পুরোপুরি মদপান ছেড়েছেন।
বলিউড অভিনেতা ববি দেওল সম্প্রতি আরিয়ান খানের ওয়েব সিরিজ দ্য ব্যা**ডস অফ বলিউড*–এ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এই সিরিজের প্রচারে অংশ নিয়ে জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।
রাজ শামানির পডকাস্টে ববি দেওল স্বীকার করেছেন, মদপান একসময় তাকে দুর্বল করে তুলেছিল এবং পরিবারকে কষ্ট দিয়েছিল। তবে আজ তিনি এক বছরেরও বেশি সময় ধরে পুরোপুরি মদপানমুক্ত, আর সেই পরিবর্তনের জন্য কৃতিত্ব দিয়েছেন পরিবারকেই।
ববি দেওল বলেন, ‘আমি পরিবারের জন্য কাজ করছি। কিন্তু যখন তাদের চোখে ভয় আর দুঃখ দেখতাম, ভীষণ খারাপ লাগত। আমি প্রতিদিন মদ খেতাম না, কিন্তু যখনই খেতাম, ওরা ভয় পেত-আমি কেমন আচরণ করব কেউ জানত না। সেটা ভীষণ ভয়ংকর ছিল।’
মদ্যপানের সময় তাঁর স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন বলেও জানান ববি দেওল। অভিনেতার কথায়, “সবচেয়ে কাছের মানুষরাই শুধু তোমার রাগ, অন্ধকার দিকগুলো দেখে। আমার স্ত্রীর ক্ষেত্রে সেটা ছিল রাগ, বাজে ব্যবহার আর বোকা বোকা কথা বলা। এটাই মদ্যপানের ভয়াবহতা—এটা মস্তিষ্ককে নষ্ট করে ফেলে। এক বছরেরও বেশি সময় হলো আমি এক ফোঁটাও মদ খাইনি।”
নিজের সংগ্রামের সময়ে বড় ভাই সানি দেওল, বাবার চাপ, আর ঘরের সংকটের কথাও উল্লেখ করেন তিনি। তবে পরিবার সবসময় তাকে রক্ষা করেছে। একপর্যায়ে ছেলের একটি মন্তব্য তাকে বদলে দেয়।
ববি বলেন, “একদিন শুনলাম, ছেলে আমার স্ত্রীকে বলছে, ‘তুমি তো প্রতিদিন কাজ করতে যাও, কিন্তু বাবা শুধু বাসায় বসে থাকে’। তখন ভেতরটা কেঁপে উঠল। বুঝলাম, কী ধরনের বাবা হচ্ছি আমি।”
ববি দেওল আরও বলেন, “আমি নিজের প্রতি অন্যায় করেছিলাম। ঈর্ষা করতাম অন্য অভিনেতাদের, দোষ দিতাম দুনিয়াকে। কিন্তু আসলে তারা সাফল্য পেয়েছে পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে। সালমান খান, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার কিংবা আমার ভাই—সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। নতুন প্রজন্মের রণবীর সিং ও রণবীর কাপুরও তাই করছে। আমি কেন কাজ করছি না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়