মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু
- Update Time : ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৪৫ Time View
ফিলিপাইন বিনোদন জগতে যেন একের পর এক তারকা হারানোর ঘটনা ঘটে চলেছে। এবার মাত্র ২৩ বছর বয়সী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জিনা লিমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ১৬ নভেম্বর, কুইজন সিটির একটি কন্ডোমিনিয়াম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৮ নভেম্বর ফিলিপাইনের সংবাদমাধ্যম এবিএস-সিবিএনের প্রতিবেদনে জানানো হয়, জিনার সাবেক প্রেমিক হঠাৎ লক্ষ করেন, জিনা শ্বাস নিচ্ছেন না। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট-সংক্রান্ত ও শ্বাসকষ্টের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলেছে, ময়নাতদন্ত করা হবে এবং মৃত্যু ঘিরে কোনো সন্দেহজনক ঘটনা আছে কি না তা তদন্ত করা হবে।
কুইজন সিটি পুলিশের এক কর্মকর্তা জানান, যদি কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে সেটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে। আর কিছু না পেলে এটি স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হবে এবং মামলা বন্ধ হবে।
জিনার সাবেক প্রেমিকের মুখে একটি আঁচড়ের দাগ পাওয়া গেছে। তিনি দাবি করেছেন, এটি নাকি জিনার বন্ধুদের কারণে হয়েছে। এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রেমিকের কথায় বোঝা যায়—ঘটনাস্থলে যা ঘটেছিল, তার একটি ভিডিও আছে এবং প্রেমিকের আইনজীবী সেই ভিডিও ব্যবহার করে তাকে মারধরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।
জিনার ভাইবোনেরা খবর পেয়ে মিন্দানাও দ্বীপ থেকে চলে গেছেন। তারা এখনো কোনো মন্তব্য করেননি। সাবেক প্রেমিকের বাবা জানিয়েছেন, তারা কোনো জটিলতার কথা জানতেন না।
আরও আগে জানা যায়, জিনা শ্বাস নিতে পারছিলেন না—এমন অভিযোগ উঠলেই প্রেমিক তাকে হাসপাতালে নেন। পুলিশ কনডো ইউনিট পরিদর্শন করেছে, তবে সেখানে জিনার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশ মেজর জেনিফার গ্যানাবান জানান, প্রেমিক যখন জিনার দিকে তাকান, তখনই বোঝা যায় তিনি আর বেঁচে নেই। হাসপাতালে নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে খবর দেয়। এখন পর্যন্ত প্রাথমিক পরীক্ষায় শ্বাসরোধ বা আঘাতের কোনো দাগ পাওয়া যায়নি। তবুও সন্দেহ থাকলে ময়নাতদন্ত করা হবে। সপ্তাহের মধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে।
তিনি ফ্রিল্যান্স মডেল হিসেবে কাজ করতেন। ইন্টারনেট মুভি ডেটাবেজ (IMDb) অনুযায়ী, ‘মাই ফেয়ারি টেইল লাভ স্টোরি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসা পেয়েছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়









































































































































































































