ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের আহ্বান

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৯:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৬ Time View

নিত্যপণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, চাউলের মূল্য বৃদ্ধিকে নিরুৎসাহিত করা এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী এবং সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম।

বুধবার (১৫ জানুয়ারি) দলের কেন্দ্রীয় সদস্য শেখ মোহাম্মদ আরিফ প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এই সমন্বয়কারী বলেন, সারা দেশে মানুষকে অনাহারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার মানুষের কল্যাণ করতে পারছে না। সরকার শত চেষ্টার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারছে না। এই অবস্থায় দেশ পরিচালনায় সঠিক মনোযোগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টার পারফরম্যান্স খারাপ- তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলসমূহের নেতাদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দল, আন্দোলনকারী ছাত্র-জনতার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ন্যায় একক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

Please Share This Post in Your Social Media

ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের আহ্বান

রাজনীতি ডেস্ক
Update Time : ০৯:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

নিত্যপণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, চাউলের মূল্য বৃদ্ধিকে নিরুৎসাহিত করা এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী এবং সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম।

বুধবার (১৫ জানুয়ারি) দলের কেন্দ্রীয় সদস্য শেখ মোহাম্মদ আরিফ প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এই সমন্বয়কারী বলেন, সারা দেশে মানুষকে অনাহারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার মানুষের কল্যাণ করতে পারছে না। সরকার শত চেষ্টার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারছে না। এই অবস্থায় দেশ পরিচালনায় সঠিক মনোযোগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টার পারফরম্যান্স খারাপ- তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলসমূহের নেতাদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দল, আন্দোলনকারী ছাত্র-জনতার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ন্যায় একক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।