ভ্যাটের সকল কাগুজে রিটার্ন অনলাইনে এন্ট্রির সুযোগ
- Update Time : ০৮:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ২১ Time View
ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) বা মূসক রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও হয়রানিমুক্ত করতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ব্যবসায়ীরা তাদের আগের জমা দেওয়া সকল কাগুজে (হার্ড কপি) রিটার্ন নিজেরাই অনলাইনে ‘ই-ভ্যাট সিস্টেমে’ আপলোড করতে পারবেন।
সোমবার এনবিআর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে ডিজিটাল পদ্ধতিতে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার পথে দীর্ঘদিনের জটিলতা দূর হবে বলে আশা করা হচ্ছে।
কেন এই নতুন উদ্যোগ?
এতদিন ব্যবসায়ীরা ভ্যাট অফিসে যে কাগুজে রিটার্ন জমা দিতেন, সেগুলো অনলাইনে এন্ট্রি করার দায়িত্ব ছিল ভ্যাট কর্মকর্তাদের। কিন্তু বিপুল পরিমাণ রিটার্ন সময়মতো সিস্টেমে না তোলায় অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপিত হতো। কর্মকর্তাদের ভুলের মাশুল গুনতে হতো সাধারণ করদাতাদের। এই ভোগান্তি দূর করতেই এনবিআর করদাতাদের হাতেই নিয়ন্ত্রণের সুযোগ দিয়েছে।
নতুন সাব-মডিউল ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’
এনবিআর জানিয়েছে, ই-ভ্যাট সিস্টেমে ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি নতুন সাব-মডিউল যুক্ত করা হয়েছে। একটি বিশেষ পরিপত্রের মাধ্যমে এই মডিউল ব্যবহারের নিয়মাবলীও প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে-
ব্যবসায়ীরা নিজেরাই তাদের পুরনো কাগুজে রিটার্নের তথ্য সিস্টেমে ইনপুট দিতে পারবেন।
কর্মকর্তাদের ভুলের কারণে দায়-দায়িত্ব নির্ধারণের যে জটিলতা ছিল, তা নিরসন হবে।
একবার পুরনো হিসাবগুলো অনলাইনে উঠে গেলে পরবর্তী মাস থেকে অনলাইনে রিটার্ন দেওয়া অনেক সহজ হয়ে যাবে।
জরিমানা ছাড়াই সুযোগ ৩১ মার্চ পর্যন্ত
বিপুল সংখ্যক করদাতা বর্তমানে জরিমানার ভয়ে অনলাইনে রিটার্ন দিতে পারছেন না। এনবিআর স্পষ্ট করেছে যে, নতুন এই ব্যবস্থায় কোনো প্রকার সুদ বা জরিমানা ছাড়াই পুরনো রিটার্নগুলো অনলাইনে সংযুক্ত করা যাবে। এই বিশেষ সুযোগ আগামী ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
আগের সব কাগুজে রিটার্ন একবার অনলাইনে এন্ট্রি হয়ে গেলে করদাতারা নিয়মিতভাবে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এতে স্বচ্ছতা বাড়বে এবং সময় বাঁচবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়























































































































































































