ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার সারা দেশে আ.লীগ নিশ্চিহ্নের অভিযান চালাতে হবে : আবু হানিফ ১৬ বছর পর আবার ফিরছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী ভারতে বাংলা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আ.লীগ গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে: আসিফ মাহমুদ কুবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোলায় ৫ রুটে বাস চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
  • Update Time : ১২:১৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ৬০ Time View

ভোলায় বাস শ্রমিকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাঁচ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (৪ মে) সন্ধ্যা থেকে ভোলা-চরফ্যাশন, ভোলা-তজুমদ্দিন, ভোলা-দৌলতখান, ভোলা-ভেদুরিয়া ও ভোলা-ইলিশা বাস চলাচল বন্ধ করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে ভোলার বাংলাবাজার এলাকায় একটি বাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা ছড়িয়ে পরলে ভেদুরিয়া, কুঞ্জেরহাট, লালমোহনেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এতে উভপক্ষের অন্তত আটজন আহত হন। এসময় কয়েকটি বাস ও অটোরিকশার গ্লাস ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা থেকেই বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।

ভোলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, অটোরিকশা শ্রমিকরা বিনা কারণে তাদের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছেন। তাদের কয়েকটি বাস ভাঙচুর ও ৫-৬ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য জেলার পাঁচটি রুটে বাস ধর্মঘট ডেকেছেন। বিচার না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

অন্যদিকে অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকীর হোসেন জানান, বাস শ্রমিকরা তাদের ওপর আগে হামলা চালিয়েছেন। তাদের কয়েকটি অটোরিকশা ভাঙচুর ও ৩-৪ জন শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাসনাইন পারভেজ বলেন, বাস ও অটোরিকশা শ্রমিকদের সঙ্গে কথা চলছে। আশা করি তারা নিজেরা মিলে যাবেন।

Please Share This Post in Your Social Media

ভোলায় ৫ রুটে বাস চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
Update Time : ১২:১৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ভোলায় বাস শ্রমিকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাঁচ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (৪ মে) সন্ধ্যা থেকে ভোলা-চরফ্যাশন, ভোলা-তজুমদ্দিন, ভোলা-দৌলতখান, ভোলা-ভেদুরিয়া ও ভোলা-ইলিশা বাস চলাচল বন্ধ করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে ভোলার বাংলাবাজার এলাকায় একটি বাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা ছড়িয়ে পরলে ভেদুরিয়া, কুঞ্জেরহাট, লালমোহনেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এতে উভপক্ষের অন্তত আটজন আহত হন। এসময় কয়েকটি বাস ও অটোরিকশার গ্লাস ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা থেকেই বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বাস চলাচল বন্ধ হওয়ার পর থেকেই ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।

ভোলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান জানান, অটোরিকশা শ্রমিকরা বিনা কারণে তাদের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছেন। তাদের কয়েকটি বাস ভাঙচুর ও ৫-৬ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য জেলার পাঁচটি রুটে বাস ধর্মঘট ডেকেছেন। বিচার না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

অন্যদিকে অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকীর হোসেন জানান, বাস শ্রমিকরা তাদের ওপর আগে হামলা চালিয়েছেন। তাদের কয়েকটি অটোরিকশা ভাঙচুর ও ৩-৪ জন শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাত হাসনাইন পারভেজ বলেন, বাস ও অটোরিকশা শ্রমিকদের সঙ্গে কথা চলছে। আশা করি তারা নিজেরা মিলে যাবেন।