ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের প্রচারে তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে এনসিপির আপত্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ৭৭ Time View

তারেক রহমান

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিবন্ধনের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে। তারা ভোটের আচরণবিধি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। দলটির পক্ষে সংলাপে অংশ নেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

আচরণবিধির কথা উল্লেখ করে এনসিপি নেতা জহিরুল ইসলাম বলেন, বিধি অনুযায়ী কোনো প্রার্থী তার দলের বর্তমান প্রধান ছাড়া আগের কোনো প্রধান বা অন্য কোনো নেতার ছবি ব্যবহার করতে পারবে না। আপনারা একটা পোট্রেট ছবির নীতিমালা দিয়েছেন, সেটাকে সাধুবাদ জানাই।

জহিরুল ইসলাম বলেন, আমি নাম উল্লেখ করেই বলি, বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন খালেদা জিয়া। সেক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন, তাহলে কমিশনকে প্রথম তার ওপর বিধিমালা প্রয়োগ করতে হবে। তখনই কমিশনের সক্ষমতা প্রমাণ করতে হবে। তখনই আমরা বুঝবো কতটা আন্তরিকতা নিয়ে কমিশন এই আইনটি তৈরি করেছেন এবং প্রয়োগ করছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

ভোটের প্রচারে তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে এনসিপির আপত্তি

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:২৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিবন্ধনের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে। তারা ভোটের আচরণবিধি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। দলটির পক্ষে সংলাপে অংশ নেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

আচরণবিধির কথা উল্লেখ করে এনসিপি নেতা জহিরুল ইসলাম বলেন, বিধি অনুযায়ী কোনো প্রার্থী তার দলের বর্তমান প্রধান ছাড়া আগের কোনো প্রধান বা অন্য কোনো নেতার ছবি ব্যবহার করতে পারবে না। আপনারা একটা পোট্রেট ছবির নীতিমালা দিয়েছেন, সেটাকে সাধুবাদ জানাই।

জহিরুল ইসলাম বলেন, আমি নাম উল্লেখ করেই বলি, বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন খালেদা জিয়া। সেক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন, তাহলে কমিশনকে প্রথম তার ওপর বিধিমালা প্রয়োগ করতে হবে। তখনই কমিশনের সক্ষমতা প্রমাণ করতে হবে। তখনই আমরা বুঝবো কতটা আন্তরিকতা নিয়ে কমিশন এই আইনটি তৈরি করেছেন এবং প্রয়োগ করছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না।