ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে আসছিল একটি চক্র, আটক ৩
- Update Time : ০৭:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৩৯ Time View
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের ৩ সদস্যকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
সোমবার(৩ নভেম্বর) রাত সাড়ে এগারোটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’র কপি, সীল উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন ১। আলমগীর(২৬), সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড মাষ্টার পাড়ার দোহা বিল্ডিংয়ের আব্দুর রশিদের পুত্র, ২। শাহ আলম(৫০), সে একই উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলি সিকদার পাড়ার মৃত হাফেজ আব্দুস সালামের পুত্র, ৩। মো: নাজাত(২৩), সে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিল্লা পাড়ার মৃত আকতার কামালের পুত্র।
থানা সুত্রে জানা যায়, গতকাল (৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় লোহাগাড়া থানাধীন আমিরাবাদ বাজারে অবস্থানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিরাবাদ ইউনিয়নের কাজিরপুকুর পাড় দোহা বিল্ডিং-এ আলমগীর নামক এক ব্যক্তিকে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে ভিসা প্রসেসিং করার জন্য জাল পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে নিজ হেফাজতে রাখার দায়ে তাকে আটক করা হয়, তার কাছ থেকে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটক আলমগীরকে জিজ্ঞাসাবাদে সে জানায় উক্ত পুলিশ ক্লিয়ারেন্স টি আল আকছা ট্রাভেলস-এর মালিক শাহ আলম থেকে ২৮ হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করেছে মর্মে জানানো হয়, সে আরও জানায় তার নামে মামলা থাকায় সে এই পুলিশ ক্লিয়ারেন্সটি নেওয়ার চুক্তি করে আল আকসা ট্রাভেলসের সাথে। তার দেওয়া তথ্য মতে আল আকসা ট্রাভেলসে উপস্থিত হয়ে তল্লাশি করা হয় এবং শাহ আলমের ব্যবহৃত মোবাইল ফোনটিতে উক্ত জালিয়াতির আলামত পাওয়া যাওয়ায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়। ধৃত আসামী শাহ আলমকে জিজ্ঞাসাবাদে সে জানায় উক্ত পুলিশ ক্লিয়ারেন্সটি জনৈক মোঃ বেলাল (৩৫) এর মাধ্যমে সংগ্রহ করেছে।
অপর আরেকটি সুত্র ধরে লোহাগাড়া থানার সামনে কম্পিউটার দোকানের মোঃ নাজাত নামক এক ব্যক্তি ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে দিয়ে ব্যবসা করে আসতেছে এমন তথ্যের ভিত্তিতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সত্যতা পাওয়া যাওয়ায় তাকেও আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি সীল উদ্ধার করা হয়।
এই ঘটনায় ৭ জন এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, অভিনব কায়দায় জাল-জালিয়াতির ঘটনায় ৩ জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে, বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































