ভূমিকম্প পরে ঢাকায় একাধিক ভবনে ফাটল
- Update Time : ০১:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৯ Time View
সাপ্তাহিক ছুটির দিনে যে ভূমিকম্প হয়েছে, তাতে উত্তর বাড্ডাসহ ঢাকার অনেক এলাকার ভবনে ফাটল দেখা দিয়েছে।
উত্তর বাড্ডার বাসিন্দা সাংবাদিক ইমরান হোসেন জানান, শুক্রবার সকালে ঘুমের মধ্যে শক্ত ঝাঁকুনি অনুভব করে অনেকেই বিচলিত হয়ে পড়েন। ভূমিকম্প টের পেয়ে অনেকেই বাসভবন থেকে বেরিয়ে পড়েন। অনেক ভবনে ফাঁটল দেখা দিয়েছে। ঘটনার এক ঘণ্টা বাদেও বাসায় ঢুকতে ভয় পাচ্ছেন।
তিনি বলেন, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, শেলফ থালা-বাসন নিচে পড়ে গেছে। ক্ষয়ক্ষতি দেখতে কোনো জরুরি সাড়াদানকারী দলকে তিনি দেখেননি। মেরামতের জন্য লোক পাওয়া যাচ্ছে না।
বাড্ডার পাশাপাশি ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ভবনে ফাটল ধরার এবং পলেস্তরা খসে পড়ার খবর এসেছে।
নিউ মার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, তাদের থানা ভবনের ৩,৪ ও ৫ তলায় ফাটল ধরেছে।
নিউ মার্কেটের সামনে একটি ভবন হেলে পড়ার খবরে তিনি বলেন, “সে রকম কিছু না। ভবন মালিকের সাথে কথা বলে জানতে পেরেছি, ভবনের ডিজাইনই এ রকম।”
ফায়ার সার্ভিস জানিয়েছে, আরমানিটোলার কসাইটুলিতে একটি বহুতল ভবনে পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছে। খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পাশের ভবনের একজন আহত হয়েছে। সূত্রাপুর ও কলাবাগানে দুটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল, কবি জসীমউদ্দিন হল, স্যার এ এফ রহমান, মোকাররম ভবন, শেখ ফজলুল হলসহ বেশ কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়েছে।
বংশাল থানার ওসির রফিকুল ইসলাম বলেন, কেপি ঘোষ স্ট্রিটে একটি পাঁচ তলা ভবন থেকে রেলিং পড়ে তিনজন পথচারীর মৃত্যু হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা দেখাচ্ছে রিখটার স্কেলে ৫ দশমিক ৫। উপকেন্দ্র বলছে নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































