ভূমিকম্প আতঙ্কে ১৩ দিনের বন্ধে শেকৃবি
- Update Time : ১১:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২০ Time View
ঢাকাসহ সারাদেশে সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতিতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সোমবার (২৪ নভেম্বর) বিকাল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জারি করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
রবিবার (২৩ নভেম্বর) এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিন রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের দেওয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়।
এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা ঢকা কেপে উঠলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আবাসিক হলে ফাটল দেখা যায়। যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। এ সময় হলগুলোর সার্বিক অবস্থা পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হলগুলোর ফিটনেস পরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করে প্রশাসন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































