ভূমিকম্পে মাভাবিপ্রবির নতুন দুই হলে ফাটল, শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ
- Update Time : ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৩৭ Time View
আজ (২১ নভেম্বর) শুক্রবার সকাল প্রায় ১০টা ৩৮ থেকে ৩৯ মিনিটের মধ্যে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিমিত ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। জানা গেছে, এর উৎপত্তিস্থল ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, গহ্বরের গভীরতা আনুমানিক ১০ কিলোমিটার ছিল।
ভূমিকম্পের দোলনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন নির্মিত শেখ রাসেল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল–এর দেয়ালে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয় আবাসিক শিক্ষার্থীদের মধ্যেই গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে থাকা আবাসিক শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, এই হল-ভবন নির্মাণে দুর্নীতি ছিল বলে আমরা আগে থেকেই সন্দেহ করেছিলাম, কিন্তু তিন বছরের মধ্যেই এমন অবস্থা আমাদের জন্য হতাশাজনক। প্রশাসন যেন তদারকি বাড়ায়, অবিলম্বে ভবনগুলোর অডিট করা হোক।
অন্যদিকে, শেখ রাসেল হলের একজন আবাসিক শিক্ষার্থী রিয়াদ জানান, “২০২৩ সালের শুরুতে হলে উঠার সময় কিছুটা ফাটল ছিল, কিন্তু আজকের ভূমিকম্পে তা আরও বড় হয়েছে। এমনকি বিমেও ফাটল দেখা গেছে। এখন সন্দেহ হয়, এই সব হল কি সত্যিই নিরাপদ?
তিনি আরও বলেন, নতুন নির্মিত হলে এমন দুর্বলতা রেখে দেওয়া সম্ভব না। এটা ভবিষ্যতে বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রশাসনকে পুনরায় একটি ভালো টেকনিক্যাল মূল্যায়ন করাতে হবে।
শিক্ষার্থীদের দাবি হলগুলোর অবকাঠামোগত নিরাপত্তা তত্ক্ষণাৎ পুনঃমূল্যায়ন, যেকোনো ত্রুটিপূর্ণ অংশ মেরামত ও পুনর্গঠন করা এবং ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় এড়াতে নির্মাণকালীন দুর্নীতির তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা।
বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা ও ভবনের স্থায়ীত্ব সংক্রান্ত উদ্বেগের দ্রুত সমাধান আশা করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































