ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১১:২২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১০ Time View

ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, গত কয়েক দিনের মধ্যে এ নিয়ে এটি দ্বিতীয় বড় ভূমিকম্প। তবে তাইওয়ানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানিয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় শনিবার রাত ১১ টা ৫ মিনিটে রাজধানী তাইপেইয়ের দক্ষিণ-পশ্চিমের ইলান কাউন্টির কাছে সমুদ্রে ৭৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে। ইলান কাউন্টির ফায়ার ব্যুরো এএফপিকে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কেঁপে উঠেছে এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, এটি পুরো তাইওয়ানজুড়েই অনুভূত হয়েছে। জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ইলান শহরে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয়েছে, তবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তাইওয়ান রেলওয়ে জানিয়েছে, তারা ইলানে চলাচলকারী চারটি ট্রেন সেবা স্থগিত রেখেছে। ফলে ২৭০ জনেরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাইপেইয়ের মেট্রো লাইনগুলো প্রায় ২০ মিনিট ধরে কম গতিতে চলছিল। এদিকে ভূমিকম্পের পর জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী চো জং-তাই জনসাধারণকে ‘সতর্ক থাকার এবং প্রতিবেশীদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার’ আহ্বান জানিয়েছেন।

তিনি ফেসবুকে এক পোস্টে বলেন, এক ঘন্টা আগে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সৌভাগ্যবশত কেবলমাত্র ছোটখাটো ঘটনার খবর পাওয়া গেছে। খবর- এএফপি।

Please Share This Post in Your Social Media

ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১১:২২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, গত কয়েক দিনের মধ্যে এ নিয়ে এটি দ্বিতীয় বড় ভূমিকম্প। তবে তাইওয়ানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানিয়েছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় শনিবার রাত ১১ টা ৫ মিনিটে রাজধানী তাইপেইয়ের দক্ষিণ-পশ্চিমের ইলান কাউন্টির কাছে সমুদ্রে ৭৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরতায় আঘাত হেনেছে। ইলান কাউন্টির ফায়ার ব্যুরো এএফপিকে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কেঁপে উঠেছে এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, এটি পুরো তাইওয়ানজুড়েই অনুভূত হয়েছে। জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ইলান শহরে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয়েছে, তবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তাইওয়ান রেলওয়ে জানিয়েছে, তারা ইলানে চলাচলকারী চারটি ট্রেন সেবা স্থগিত রেখেছে। ফলে ২৭০ জনেরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাইপেইয়ের মেট্রো লাইনগুলো প্রায় ২০ মিনিট ধরে কম গতিতে চলছিল। এদিকে ভূমিকম্পের পর জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী চো জং-তাই জনসাধারণকে ‘সতর্ক থাকার এবং প্রতিবেশীদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার’ আহ্বান জানিয়েছেন।

তিনি ফেসবুকে এক পোস্টে বলেন, এক ঘন্টা আগে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সৌভাগ্যবশত কেবলমাত্র ছোটখাটো ঘটনার খবর পাওয়া গেছে। খবর- এএফপি।