বড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা, জরুরি ব্যবস্থা নিতে সতর্কবার্তা বিশেষজ্ঞদের

- Update Time : ০৪:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ১১৮৩ Time View
দক্ষিণ-পূর্ব এশিয়ার ব-দ্বীপ বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা আবারও সতর্ক করেছেন। তাদের মতে, দেশটি তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পও হতে পারে।
দেশের ভেতরে ও আশপাশে প্রায়ই ছোট বা মাঝারি মাত্রার ভূমিকম্প হচ্ছে, যা মানুষকে আতঙ্কিত করছে এবং বিভিন্ন ভবন ও স্থাপনার ক্ষতি করছে। ভূমিকম্পবিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, “বাংলাদেশের ভূগঠন এমন যে, বড় কোনো ভূমিকম্প হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।”
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর গবেষণায় দেখা গেছে, যদি বড় মাত্রার ভূমিকম্প হয়, তবে ঢাকার প্রায় অর্ধেক ভবন ধসে পড়তে পারে। এতে লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকিতে পড়বে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি খুবই সীমিত। অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেন বলেন, “ভূমিকম্পের বড় কোনো দুর্যোগ মোকাবিলার ২০ শতাংশ সক্ষমতাও আমাদের নেই।”
অন্যদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ভূমিকম্পের ঝুঁকি মাথায় রেখে নতুন কর্মপদ্ধতি তৈরি করছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা দুর্যোগ মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।”
বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত নগরায়ন, ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ এবং জনগণের সচেতনতা বাড়ানো এখন সবচেয়ে জরুরি।