ভূঞাপুরে সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিময় সভা

- Update Time : ০৬:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ১৭৩ Time View
টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে উপজেলা অডিটেরিয়ামে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, সুধী সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ, ইমাম-পুরোহিত, ব্যবসায়ী প্রতিনিধি, কৃষিজীবী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গীস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভাইস-চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, বাবু স্মরণ দত্ত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, যুগ্ন সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ খন্দকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, ইউপি চেয়ারম্যান মোঃ দিদারুল আলম মাহবুব, শাহ আলম শাপলা, সাইদুল ইসলাম তালুকদার দুদু, মোঃ দুলাল হোসেন চকদার, মোঃ মাসুদুল হক মাসুদ, মোঃ রফিকুল ইসলাম রফিক সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।
এছাড়া জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং উপজেলা অফিসার্স ক্লাবের লাইব্রেরী উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন- টাঙ্গাইলের সবচেয়ে বড় একটি সমস্যা হলো নদী ভাঙন। টাঙ্গাইলের দারিদ্র্যতার হার ২৯.২৭%।
এর মূল কারণ ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও জামালপুর ভাঙন কবলিত এলাকা। ইতিমধ্যে ২৫৭ কিলোমিটার বাঁধ অনুমোদন পেয়েছে। কিছু অংশে কাজ শুরু হয়েছে।
বাকি অংশ অল্প দিনের মধ্যে শুরু হবে। তিনি আরো বলেন, টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলায় একটি করে জাদুঘর ও প্রত্যেকটি ইউনিয়নে একটি করে লাইব্রেরী করা হবে।