ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

ভুয়া আওয়াজ দিয়ে মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না: ফারুক

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ১৩ Time View

মিছিল-সমাবেশের ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ আর দ্বিধাগ্রস্ত করতে পারবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে নাকি আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে। কিন্ত দুঃখজনক বিদেশে বসে ভাওতাবাজি করে জনগণকে একত্রিত করতে পারবেন না। ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না।

তিনি বলেন, আমরা ৭১ এ দেশ স্বাধীন করেছিলাম কারণ আমরা শোষিত হতে চাইনি। আমরা শোষন চাই না, আমরা চাই গণতান্ত্রিক দেশ। আমরা চাই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাস করুক। গণতান্ত্রিক অবস্থায় তারা যেন গণতন্ত্রের কথা বলতে পারেন। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র চলছেই। যারা ক্ষমতায় এসেই রক্ষীবাহিনী তৈরি করেছে, বাংলাদেশের সংবিধান তছনছ করে একদল কায়েম করেছে, তারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কি না প্রশ্ন উঠেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে দ্রুত রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি তারা যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। সংস্কারের নামে বিলম্ব না করার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ আরও অনেকে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ভুয়া আওয়াজ দিয়ে মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না: ফারুক

নওরোজ ডেস্ক
Update Time : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

মিছিল-সমাবেশের ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ আর দ্বিধাগ্রস্ত করতে পারবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে নাকি আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে। কিন্ত দুঃখজনক বিদেশে বসে ভাওতাবাজি করে জনগণকে একত্রিত করতে পারবেন না। ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না।

তিনি বলেন, আমরা ৭১ এ দেশ স্বাধীন করেছিলাম কারণ আমরা শোষিত হতে চাইনি। আমরা শোষন চাই না, আমরা চাই গণতান্ত্রিক দেশ। আমরা চাই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাস করুক। গণতান্ত্রিক অবস্থায় তারা যেন গণতন্ত্রের কথা বলতে পারেন। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র চলছেই। যারা ক্ষমতায় এসেই রক্ষীবাহিনী তৈরি করেছে, বাংলাদেশের সংবিধান তছনছ করে একদল কায়েম করেছে, তারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কি না প্রশ্ন উঠেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে দ্রুত রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি তারা যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। সংস্কারের নামে বিলম্ব না করার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ আরও অনেকে।

নওরোজ/এসএইচ