ভাসানী বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে শিক্ষকদের কর্মশালা

- Update Time : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ৩৭ Time View
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের শিক্ষকদের ‘আউটকাম বেজড এডুকেশন টু এনহেন্স কোয়ালিটি ইন হায়ার এডুকেশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ১ম একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজন করে।
এর উদ্বোধন করেন কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনন্য। আপনারা শুধু জ্ঞান বিতরণ করেননা; আপনারা শিক্ষার্থীদের অনুপ্রেরণা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করেন। এই কর্মশালার উদ্দেশ্য হলো কীভাবে আমাদের পাঠদানের পদ্ধতি আরও কার্যকর করা যায়, কীভাবে শিক্ষার্থীদের মাঝে সমস্যা সমাধানের দক্ষতাও সৃজনশীল চিন্তা ভাবনা উন্নত করা যায়।
আমরা বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক প্রশিক্ষণ কৌশল, তথ্য প্রযুক্তি এবং গবেষণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই কর্মশালায় আলোচনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা নতুন ধারণা অর্জন করব এবং সেগুলোকে আমাদের ক্লাস রুমে বাস্তবায়ন করার সুযোগ পাব।
অন্তরঙ্গ সহায়তা এবং দলগত প্রচেষ্টাই আমাদের লক্ষ্য অর্জনের চাবিকাঠি। আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই, এই কর্মশালাকে কার্যকর ও ফলপ্রসূ করতে আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ মরিয়ম আক্তার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নাজমুস সাদেকীন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. খাইরুল ইসলাম বক্তব্য রাখেন।
কোর্স সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়