ভারত কেন শেখ হাসিনাকে পুশইন করছে না – রিজভী

- Update Time : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ২৪ Time View
ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ। তাকে পুশইন করছেন না কেন?
সোমবার (২৮ জুলাই) নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, তাদের তো পুশইন করছেন না। শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি। ভারতের নাগরিক, হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু তারা মুসলমান হওয়ার কারণে, তারা বাংলা ভাষায় কথা বলে জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশইন করা হচ্ছে। সরকারের উচিত সেটা পুশব্যাক করা।’
তিনি আরও বলেন, ‘এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে। তখন তো পুশব্যাক করা হয়েছে। এটা হচ্ছে একটা দেশপ্রেমিক সরকার, জাতীয়তাবাদী সরকার, তাদের এ দায়িত্ব। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে ইনক্লুডিং শেখ হাসিনাসহ তারা পুশইন হন না।
ভারতে আশ্রয় নেওয়া দুর্বৃত্তদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাংকের টাকা পাচারকারী, গণহত্যাকারী, লুটেরা—এদের আশ্রয় দেওয়া হয়েছে ভারতে। কিন্তু শেখ হাসিনাসহ তাদের কাউকেই পুশইন করা হচ্ছে না।’
রিজভীর অভিযোগ, ‘ভারত এমন একটি সরকার চায়, যেটি তাদের পছন্দমতো চলবে। জনগণের পছন্দ-অপছন্দ তাতে তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাদের মনোনীত প্রতিনিধিকে ক্ষমতায় রাখতে চায়, আর শেখ হাসিনা সেই প্রতিনিধির ভূমিকায় ছিলেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তারা জানে কেন করা হচ্ছে, কি জন্য করা, এইজন্যই যে- সেই দেশ তাদের পছন্দ মতো সরকার চায়। সেই সরকারকে জনগণ পছন্দ করুক না করুক, তাতে কোনো যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে, তার মানে এটা কারা করে যারা প্রভুত্বকামী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায় তাদের প্রতিভকে সেসব জায়গায় সেইসব দেশে বসিয়ে রাখে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়