ভারতে ‘ব্লকড’ পাকিস্তানি ক্রিকেটাররা

- Update Time : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ১১০ Time View
পাকিস্তানের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। সেই তালিকায় রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ওয়াসিম আকরামদের নাম। ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রভাবশালী ব্যক্তিদের ওপর ‘ডিজিটাল ক্র্যাকডাউনে’র অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।
ইনস্টাগ্রাম ব্লকডের তালিকায় আরও আছেন শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শাদাব খান, ইমাম–উল–হক, নাসিম শাহ, হাসান আলী, টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও।
ভারত থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাকিস্তানের এসব সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অ্যাকাউন্ট দেখতে পারছেন না। তাদের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে গিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ থেকে একটি বার্তা পাচ্ছেন তারা, ‘ভারতে এই অ্যাকাউন্ট প্রদর্শনযোগ্য নয়। এর কারণ হলো এই কনটেন্টকে সীমাবদ্ধ রাখার আইনি অনুরোধ মেনে চলছি আমরা।’
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফ থেকে আরও বলা হয়েছে, ‘আমরা এই কনটেন্ট নিয়ে একটি আইনি অনুরোধ পেয়েছিলাম। আমাদের নীতিমালার সঙ্গে মিলিয়ে এবং মানবাধিকার–সংক্রান্ত মূল্যায়ন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংশ্লিষ্ট এলাকায় এটি স্থানীয় আইনের পরিপন্থী। তাই এই কনটেন্টটি সীমাবদ্ধ করা হচ্ছে।’
এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, শহীদ আফ্রিদি ও বাসিত আলীর ইউটিউব চ্যানেল ‘জাতীয় নিরাপত্তা ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারি নির্দেশে’ ভারতে ব্লক করা হয়।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন মারা যান। যাদের বেশির ভাগই পর্যটক। এরপর ভারত সরকার পাকিস্তানি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর ওপর কঠোর হয়, যাদের ভারতে প্রচুর অনুসারী আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়