ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ সদস্যকে প্রত্যাহার সারা দেশে আ.লীগ নিশ্চিহ্নের অভিযান চালাতে হবে : আবু হানিফ ১৬ বছর পর আবার ফিরছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : রিজভী ভারতে বাংলা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আ.লীগ গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে: আসিফ মাহমুদ কুবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে বাংলা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৯:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ৩৭ Time View

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেপ্তারের ঘটনা বেড়ে যাওয়ায় কলকাতায় প্রতিবাদে ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি। এতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ১৮-এর খবরে বলা হয়, বিক্ষোভে অংশ নিতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামেন হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মিছিলে ছিলেন দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

তৃণমূলের অভিযোগ, শুধু আসাম বা দিল্লি নয়- রাজস্থান, ওড়িশাসহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি অনেককে সীমান্ত পার করে পুশব্যাকও করা হয়েছে।

সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে ধর্মতলায় আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে! অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে! এটা কি দেশের রাজনীতি?’

তিনি আরও বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ভাষা ও পরিচয়ের ভিত্তিতে মানুষকে হেনস্তা করা হচ্ছে। তবে মানুষ তাদের জবাব দেবে, এবার ভোটে হারিয়ে বিজেপিকে আটক কেন্দ্রে পাঠাবে।

২১ জুলাই শহীদ দিবসের আগমুহূর্তে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। ভাষা, পরিচয় ও নাগরিক অধিকারের প্রশ্নে রাজ্য সরকার যে সরব ও সোচ্চার ভূমিকা নিচ্ছে- এটি তারই ইঙ্গিত বলেও মনে করছেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

ভারতে বাংলা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৯:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেপ্তারের ঘটনা বেড়ে যাওয়ায় কলকাতায় প্রতিবাদে ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি। এতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ১৮-এর খবরে বলা হয়, বিক্ষোভে অংশ নিতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামেন হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মিছিলে ছিলেন দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

তৃণমূলের অভিযোগ, শুধু আসাম বা দিল্লি নয়- রাজস্থান, ওড়িশাসহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি অনেককে সীমান্ত পার করে পুশব্যাকও করা হয়েছে।

সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে ধর্মতলায় আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে! অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে! এটা কি দেশের রাজনীতি?’

তিনি আরও বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ভাষা ও পরিচয়ের ভিত্তিতে মানুষকে হেনস্তা করা হচ্ছে। তবে মানুষ তাদের জবাব দেবে, এবার ভোটে হারিয়ে বিজেপিকে আটক কেন্দ্রে পাঠাবে।

২১ জুলাই শহীদ দিবসের আগমুহূর্তে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। ভাষা, পরিচয় ও নাগরিক অধিকারের প্রশ্নে রাজ্য সরকার যে সরব ও সোচ্চার ভূমিকা নিচ্ছে- এটি তারই ইঙ্গিত বলেও মনে করছেন অনেকেই।