ভারতে পালানোর সময় শ্রমিক লীগ নেতা গ্রেফতার

- Update Time : ০৩:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৬৫ Time View
ভারতে পালানোর সময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে দাতাল মনিরকে গ্রেপ্তার করেছে বেনাপোলে ইমিগ্রেশন পুলিশ।
২৪ জুলাই বৃহস্পতিবার সাড়ে ৬ টার সময় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাগেরহাট জেলার জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক কে (পাসপোর্ট স্টপলিস্ট থাকার কারণে) মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মনির হোসেন ভারতে যাওয়ার সময় তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে ইমিগ্রেশন পুলিশের কাছে পাসপোর্ট জমা দেন। কর্তৃপক্ষ পাসপোর্ট নিয়ে তার ডাটাবেজ যাচাই করে। এ সময় তার নামে বাগেরহাট সদর থানায় মামলা পাওয়া যায়। এ সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
উক্ত ব্যক্তির নামে ০২ টি মামলা রয়েছে। বাগেরহাট সদর থানা ১। মামলা নম্বর- ২১ তারিখ ২২/১০/২০২৪ বিশেষ ক্ষমতা আইন ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/১১৪ পেনাল কেড ২। একই থানার মামলা নম্বর- ৩০ তারিখ ৩০/৯/২০২৪ ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩০৭/৩৮৬/৫০৬/১১৪ পেনাল কোড।
বেনাপোল পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন যাত্রীকে ইমিগ্রেশন পুলিশ আটক করে থানায় দিয়েছে। তার নামে যেহেতু বাগেরহাট থানায় মামলা রয়েছে তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়