ভারতে পালানোর সময় আটক নিজাম হাজারীর পিএস মানিক

- Update Time : ০৭:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ২০৩ Time View
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে আটক হয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ফরিদ মানিক ওরফে পিএস মানিক।
সোমবার (১২ আগস্ট) দুপুরের দিকে অবৈধ পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পিএস মানিক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।
জানা গেছে, ফেনী সদরের পাঁচগাছিয়া এলাকার মো. ফরিদ মানিক নামে এক ব্যক্তি ভারতে যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত হন যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় তাকে ইমিগ্রেশন কার্যালয়ে বসিয়ে রাখা হয়। তিনি নিজাম হাজারীর ঘনিষ্ঠজন ও পিএস হিসেবেই পরিচিত।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল ইসলাম জানান, ওই ব্যক্তির নামে কোনো মামলা নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর দেহরক্ষী পিএস মানিক পালিয়ে যায়। আর শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালানোর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মাস্টার পাড়া পুরাতন বাড়ি ও বাগান বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় নিজাম হাজারীর বাগান বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র খামারের গরু, ছাগল সকল জিনিস পত্র নিয়ে যায়।