ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পাচারের সময় ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৮:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৫ Time View

ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উপজেলার বাংলাবাজার বিওপি গোপন সংবাদের ভিত্তিতে কম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা।

এ সময় চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, জব্দকৃত ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

ভারতে পাচারের সময় ইলিশ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৮:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) উপজেলার বাংলাবাজার বিওপি গোপন সংবাদের ভিত্তিতে কম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা।

এ সময় চোরাকারবারিরা বিজিবি টহলদলের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, জব্দকৃত ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।