ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের নির্দেশে ৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করছে এক্স

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / ১৫ Time View

ভারত সরকারের নির্দেশনায় আট হাজার অ্যাকাউন্ট ব্লক করছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)।

ব্লকের তালিকায় পাকিস্তানের গণমাধ্যম ডন এবং জিও টিভি-র অ্যাকাউন্টসহ দেশটির অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে এই নির্দেশকে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এক্স হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতি বলা হয়েছে, সরকারি আদেশ মান্য করতে আমরা নির্দিষ্ট অ্যাকাউন্টগুলো কেবলমাত্র ভারতে ব্লক করবো। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তবে ভারত সরকারের দাবির সঙ্গে আমরা একমত নই।

এক্স বলেছে, অ্যাকাউন্ট বন্ধ রাখা সহজ সিদ্ধান্ত নয়।

তবে তারা এটি করছে যেন ভারতীয়দের জন্য প্ল্যাটফর্মটি চালু থাকে। তারা আরো বলে, এই ব্লক করার আদেশ ‘অপ্রয়োজনীয় এবং এটি মূলত সেন্সরশিপ’।
ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম ইতোমধ্যে ভারত সরকারের বিরুদ্ধে একটি পৃথক আদালতে মামলায় লড়ছে এবং একটি মামলা দায়ের করেছে, যেখানে মোদি সরকারের বিরুদ্ধে এই প্ল্যাটফর্মে কনটেন্ট সেন্সর করতে আইনের অপব্যবহারের অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, ভারত সরকারের সমালোচনার জন্য পরিচিত ওয়েবসাইট দ্য ওয়্যারও অভিযোগ করেছে যে, ভারতের আইটি মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা তাদের ওয়েবসাইট ব্লক করেছে।

তারা একে ‘স্পষ্ট সেন্সরশিপ’ বলে অভিহিত করেছে।

Please Share This Post in Your Social Media

ভারতের নির্দেশে ৮ হাজার অ্যাকাউন্ট ব্লক করছে এক্স

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১০:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

ভারত সরকারের নির্দেশনায় আট হাজার অ্যাকাউন্ট ব্লক করছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)।

ব্লকের তালিকায় পাকিস্তানের গণমাধ্যম ডন এবং জিও টিভি-র অ্যাকাউন্টসহ দেশটির অনেক সাংবাদিকের অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে এই নির্দেশকে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এক্স হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতি বলা হয়েছে, সরকারি আদেশ মান্য করতে আমরা নির্দিষ্ট অ্যাকাউন্টগুলো কেবলমাত্র ভারতে ব্লক করবো। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তবে ভারত সরকারের দাবির সঙ্গে আমরা একমত নই।

এক্স বলেছে, অ্যাকাউন্ট বন্ধ রাখা সহজ সিদ্ধান্ত নয়।

তবে তারা এটি করছে যেন ভারতীয়দের জন্য প্ল্যাটফর্মটি চালু থাকে। তারা আরো বলে, এই ব্লক করার আদেশ ‘অপ্রয়োজনীয় এবং এটি মূলত সেন্সরশিপ’।
ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম ইতোমধ্যে ভারত সরকারের বিরুদ্ধে একটি পৃথক আদালতে মামলায় লড়ছে এবং একটি মামলা দায়ের করেছে, যেখানে মোদি সরকারের বিরুদ্ধে এই প্ল্যাটফর্মে কনটেন্ট সেন্সর করতে আইনের অপব্যবহারের অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, ভারত সরকারের সমালোচনার জন্য পরিচিত ওয়েবসাইট দ্য ওয়্যারও অভিযোগ করেছে যে, ভারতের আইটি মন্ত্রণালয়ের নির্দেশে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা তাদের ওয়েবসাইট ব্লক করেছে।

তারা একে ‘স্পষ্ট সেন্সরশিপ’ বলে অভিহিত করেছে।