আসামের মুখ্যমন্ত্রী
ভারতের থেকে বাংলাদেশের দুটি চিকেনস নেক বেশি ঝুঁকিপূর্ণ

- Update Time : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ৯৬ Time View
ভারতের শিলিগুড়ি করিডোরের মতো বাংলাদেশও দুটি সরু করিডোর রয়েছে এবং এগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে বাংলাদেশের মানচিত্র নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন তিনি।
সোমবার (২৬ মে) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ খবর জানানো হয়। এতে বলা হয়, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রোববার বলেছেন, ‘যারা চিকেনস নেক করিডোর নিয়ে ভারতকে অভ্যাসগতভাবে হুমকি দেয় তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশের দুটি সরু করিডোর রয়েছে, যেগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’
বাংলাদেশের দুটি স্থানের বিষয়ে তিনি বলেন, ‘প্রথমটি হলো ৮০ কিলোমিটার দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত উত্তর বাংলাদেশ করিডোর। এখানে যেকোনো সংঘাত সমগ্র রংপুর বিভাগকে বাংলাদেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। দ্বিতীয়টি হল দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর।’
চট্টগ্রামের এই অঞ্চলকে ভারতের শিলিগুড়ি করেডোরের থেকে ছোট বলে উল্লেখ করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই করিডোরটি বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী এবং রাজনৈতিক রাজধানীর মধ্যে একমাত্র সংযোগস্থল। আমি কেবল ভৌগোলিক তথ্য উপস্থাপন করছি যা কেউ কেউ ভুলে যেতে পারে।’
এ সময় বাংলাদেশের মানচিত্র শেয়ার করে এর মধ্যে দুটি স্থান নির্দিষ্ট করে দিয়ে এমন মন্তব্য করেন বিশ্ব শর্মা। ভারতীয় গণমাধ্যমটি বলছে, ভারতের চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোর একটি সরু ভূমি, যার প্রস্থ প্রায় ২২ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটার। এটি উত্তর-পূর্ব অঞ্চলকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করেছে।
গত মাসে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনকে বাংলাদেশে অর্থনৈতিক প্রভাব বিস্তারের আহ্বান জানিয়ে বলেছিলেন যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত হওয়ায় আঞ্চলিক বাণিজ্যের জন্য এটি একটি সুযোগ হতে পারে। এরপর থেকেই বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করে আসছেন ভারতের বিভিন্ন পর্যায়ের নেতারা।