ভারতকে হারানোর আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন: পাওয়েল

- Update Time : ০৭:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ২২৮ Time View
একসময়ের পরাক্রমশালী উইন্ডিজ দলের অবস্থা এখন নড়বড়ে। তারা আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারেনি। এমন চরম দুঃসময়ে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দে ভাসছে ক্যারিবিয়ানরা।
গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচটি তারা জিতে নেয় ৮ উইকেটে। এই দারুণ জয়ে আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় পাওয়েল বলেন, ‘এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। এই অনুভূতির যথেষ্ট উপযুক্ত বিশেষণ অপ্রতুল। এটা অনেক বড় সিরিজ জয়।
নিজেদের মাঠে ভারতকে হারানো আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, বিশেষ করে চারপাশে যত কিছু হয়ে গেছে। গতকাল (শনিবার) আমরা বাজেভাবে হেরে যাওয়ার পর সবাই একসঙ্গে বসে কথা বলি। আমরা তো শুধু নিজেদের হাসিমুখের জন্য খেলছি না, ক্যারিবিয়ার মানুষদের মুখেও হাসি ফোটাতে চাই।’
ক্যারিবিয়ান অধিনায়ক আরো বলেন, ‘কোচিং স্টাফদের অনেকটা কৃতিত্ব দিতে হবে, এমনকি চেয়ারম্যানকেও (ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের)।
কালকের হারের পর আমরা খুব সহজেই অস্থির হয়ে ভেঙে পড়তে পারতাম। কিন্তু তারা আমাদের সঙ্গে বসেছেন এবং আমরা আলোচনা করেছি, কোথায় উন্নতি করতে পারি। সমর্থকদেরও বড় কৃতিত্ব প্রাপ্য। যখন সব কিছুই ভেঙে পড়েছিল, তখনো তারা আমাদের পাশে থেকেছে। শুধু মাঠে শারীরিকভাবেই নয়, সামাজিক মাধ্যমেও সমর্থন করেছে।