ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলপনা উৎসব

- Update Time : ০৯:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১৫ Time View
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানেই শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উৎসবমুখর পরিবেশ ও বিশেষ উত্তেজনা। ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সক্রিয় সংগঠনগুলোর থাকে নানা আয়োজন।
গুচ্ছভুক্ত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হচ্ছে রঙের উৎসব—আলপনা উৎসব। এই রঙের মাঝে প্রতিফলিত হয় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার শুভ্রতা, শান্তি ও সমৃদ্ধির বার্তা। আর তাই এবার ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীরা দেখবে, আলপনায় রাঙানো নজরুল বিশ্ববিদ্যালয়।
প্রতি বছরের মতো এবারও ভর্তিচ্ছুদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর থেকে শুরু করে প্রথম গেট পর্যন্ত আঁকা হয়েছে রঙ-বেরঙের আলপনা। বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ‘বিপ্লবী ১৮’ ব্যাচের আয়োজনে এই আলপনা উৎসব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
প্রায় পৌনে এক কিলোমিটার জুড়ে আঁকা এই আলপনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের অর্ধ-শতাধিক শিক্ষার্থী। নান্দনিক এই শিল্পকর্ম নজর কেড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সবার। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এটি এক রকম সেলফি শিকারের উৎসবে রূপ নিয়েছে।
আলপনা আয়োজক শিক্ষার্থীরা জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই কাজে অংশ নিয়েছেন। আলপনা আঁকায় সহায়তা করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। অনেক শিক্ষার্থী মিলে কাজ করেছি—এই উদ্যোগের অংশ হতে পেরে ভালো লাগছে বলে জানান তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়