ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার বিএনপির ১১ টি সংগঠনের বাইরে কোন সংগঠন নেই বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

ভয়ে ঘুম আসে না, ইসলাম কী বলে?

নওরোজ ধর্ম ডেস্ক
  • Update Time : ১০:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / ৩৬৭ Time View

কেউ কোনো কারণে ভয় পেলে নানা রকম অসুস্থতায় ভোগে। চাই তা ঘুমে কিংবা অন্য কোনোভাবে হোক। এতে অনেকে শরীর ও মন খারাপ হয়ে যায়। অনেকে ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারে না। ঘুমাতে পারে না। একা একা থাকতে পারে না। এমন অবস্থায় এ ভয় কাটিয়ে ওঠতে কিংবা যাবতীয় ভয় থেকে বেঁচে থাকতে রয়েছে বিশেষ আমল ও দোয়া। এ আমল ও দোয়া কী?
বিশেষ কিছু দোয়ার আমলে ভয় থেকে বেঁচে থাকা যায়। যা তুলে ধরা হলো-
১. ভয়ের সময় পড়া
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মতি মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওযা আঁই-ইয়াহদুরুন।’
অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় তার ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের প্ররোচনা এবং আমার কাছে ওদের হাজির হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (তিরমিজি)
২. স্বপ্নে ভয় পেলে
রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলে এ আমলগুলো করা-
> বাম দিকে তিনবার থুথু মারা।
> শয়তান থেকে এবং যা দেখেছে তার মন্দ থেকে বাঁচতে-
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم : আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৩ বার পড়া। (মুসলিম)
> এরপর এ দোয়া পড়া-
اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكِ مِن شَرِّ هَذِهِ الرُّؤْيَا
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন শাররি হাজিহির রুইয়া।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে এই স্বপ্নের অনিষ্টতা থেকে মুক্তি চাই।’
> সেই দুঃস্বপ্নের কথা কাউকে না বলা।
> পার্শ্ব পরিবর্তন করে শোয়া।
> সম্ভব হলে ওঠে নামাজ পড়া।
৩. ভয়ে ঘুম না এলে
ভয় কিংবা দুঃস্বপ্নের কারণে ঘুম না আসলে এ সময় এ দোয়া পড়া-
لا إِلَهَ إِلا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ
উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস্সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আযিযুল গাফফার।’
অর্থ : ‘আল্লাহ ব্যতিত কোনো সত্য উপাস্য নেই; যিনি একক, প্রবল ক্ষমতাশালী; আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।’ (জামে)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতের ভয়, দুঃস্বপ্ন ও এসবের ক্ষতি থেকে মুক্ত থাকতে হাদিসের দিকনির্দেশনা মেনে চলার এবং উল্লিখিত দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

ভয়ে ঘুম আসে না, ইসলাম কী বলে?

নওরোজ ধর্ম ডেস্ক
Update Time : ১০:৫১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

কেউ কোনো কারণে ভয় পেলে নানা রকম অসুস্থতায় ভোগে। চাই তা ঘুমে কিংবা অন্য কোনোভাবে হোক। এতে অনেকে শরীর ও মন খারাপ হয়ে যায়। অনেকে ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারে না। ঘুমাতে পারে না। একা একা থাকতে পারে না। এমন অবস্থায় এ ভয় কাটিয়ে ওঠতে কিংবা যাবতীয় ভয় থেকে বেঁচে থাকতে রয়েছে বিশেষ আমল ও দোয়া। এ আমল ও দোয়া কী?
বিশেষ কিছু দোয়ার আমলে ভয় থেকে বেঁচে থাকা যায়। যা তুলে ধরা হলো-
১. ভয়ের সময় পড়া
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মতি মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওযা আঁই-ইয়াহদুরুন।’
অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের ওসিলায় তার ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের প্ররোচনা এবং আমার কাছে ওদের হাজির হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (তিরমিজি)
২. স্বপ্নে ভয় পেলে
রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলে এ আমলগুলো করা-
> বাম দিকে তিনবার থুথু মারা।
> শয়তান থেকে এবং যা দেখেছে তার মন্দ থেকে বাঁচতে-
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم : আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৩ বার পড়া। (মুসলিম)
> এরপর এ দোয়া পড়া-
اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكِ مِن شَرِّ هَذِهِ الرُّؤْيَا
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন শাররি হাজিহির রুইয়া।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে এই স্বপ্নের অনিষ্টতা থেকে মুক্তি চাই।’
> সেই দুঃস্বপ্নের কথা কাউকে না বলা।
> পার্শ্ব পরিবর্তন করে শোয়া।
> সম্ভব হলে ওঠে নামাজ পড়া।
৩. ভয়ে ঘুম না এলে
ভয় কিংবা দুঃস্বপ্নের কারণে ঘুম না আসলে এ সময় এ দোয়া পড়া-
لا إِلَهَ إِلا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ
উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস্সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আযিযুল গাফফার।’
অর্থ : ‘আল্লাহ ব্যতিত কোনো সত্য উপাস্য নেই; যিনি একক, প্রবল ক্ষমতাশালী; আকাশমন্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।’ (জামে)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতের ভয়, দুঃস্বপ্ন ও এসবের ক্ষতি থেকে মুক্ত থাকতে হাদিসের দিকনির্দেশনা মেনে চলার এবং উল্লিখিত দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন। আমিন।