ব্রেকিং নিউজঃ
ভয়াবহ সড়ক দুর্ঘটনা: শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
- Update Time : ০৫:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৪৩ Time View
যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) কাম্ব্রিয়ার মহাসড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি টয়োটা এবং একটি স্কোডা গাড়ি জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। টয়োটায় থাকা এক পুরুষ, এক নারী এবং দুই শিশু ঘটনাস্থলেই মারা যান। স্কোডার চালকও দুর্ঘটনায় প্রাণ হারান। এসময় টয়োটায় থাকা তৃতীয় একটি শিশু গুরুতর আহত হয়। তাকে নিউক্যাসলের রয়েল ভিক্টোরিয়া ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়েছে।
কাম্ব্রিয়া পুলিশের এক মুখপাত্র জানান, বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা দুর্ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোর পাশে রয়েছেন। দুর্ঘটনার পর এম৬-এর ৩৬ থেকে ৩৯ নম্বর জংশন পর্যন্ত উত্তরমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তবে বুধবার ভোরে তা ফের খুলে দেওয়া হয়েছে।
নওরোজ/এসএইচ