ব্রেকিং নিউজঃ
ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
- Update Time : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ২৪৫ Time View
নির্মাণাধীন ভবন থেকে পড়ে পলাশ রায় (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদীর পুরাতন বাসস্ট্যান্ডের পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের দুলাভাই কেশোর রায় বলেন, নির্মাণাধীন ১৩ তলা ভবনে কাজ করার সময় পলাশ ওপর থেকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিলে অবস্থার অবনতি হয়। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পলাশের গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা থানা জোয়ার কালির বাজার এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়