ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রূপকার ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া

- Update Time : ০৮:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
- / ৫৮ Time View
শিশু কিশোর তারুণ্যের বিজ্ঞান মনস্ক মেধার বিকাশ, জনকল্যাণ, জনসেবার মান বৃদ্ধি, আইন শৃংখলা বজায় রাখায় একটি সফল উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিশেষ করে আইন শৃংখলা রক্ষায় উচ্চ পর্যায়ের কঠোর নির্দেশনা নিয়ে কাজ করছে এই সদর উপজেলা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার নেতৃত্বে উন্নয়নমূলক কাজে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পেয়েছে সদর উপজেলা। সদর উপজেলার তৃণমূল পর্যায়ে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের খোঁজ খবর রীতিমতো রাখছেন সদর উপজেলা নির্বাহী অফিসার।
সূত্র জানায়, জেলা প্রশাসক প্রদত্ত অনুদানের কিছু চেক ইতিমধ্যেই দেয়া হয়েছে পরিবারের হাতে। সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার নেতৃত্বে বাজারের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
শিশু কিশোর শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে তিনি দায়িত্বকালে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। তাদের পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক মেধার বিকাশ বাড়াতে বিজ্ঞান মেলা ও সেমিনার করেছেন। তারুণ্যের উৎসব উপলক্ষে বিজ্ঞান মেলা, চিত্রাংকন প্রতিযোগিতা, মশক (মশা) নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, দেশবদলাই পৃথিবী বদলাই শীর্ষক তারুণ্য কর্মশালা আয়োজন করেন। তাঁর নেতৃত্বে তরুণদের বিজ্ঞান মনস্ক এবং আবিষ্কারের মতো সম্পদ তৈরী করে বাংলাদেশকে দ্রুত এগিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন ১১টি ইউনিয়নভুক্ত বিদ্যালয় ও কলেজ (মহাবিদ্যালয়) পড়ুয়া তরুণদের নিয়ে কাজ করছে। সদর উপজেলা নির্বাহী অফিসার আয়োজিত বিজ্ঞান মেলায় বিজ্ঞানভিত্তিক প্রকল্পের ৩৬টি ষ্টল স্থান পায়। তিনি দিনব্যাপী অনুষ্ঠানের পর্যবেক্ষণ, ষ্টল পরিদর্শন, সনদ এবং পুরস্কার বিতরণ করেন।
জনসেবা: গ্রামের তৃণমূলে জনসেবার মান বৃদ্ধি করতে সদর উপজেলার ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করেন। যার সমাপনীতে জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম তাঁর বক্তব্যে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ১১টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনী ভবিষ্যতে নিজ দায়িত্ব পালনে আরও গতিশীল হবে মর্মে আশা ব্যক্ত করেন।
আইন শৃঙ্খলা: সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। উনার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাত হকারমুক্ত ও সড়কের যানজট নিরসনে নিয়মিত ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হচ্ছে। সভায় আইন শৃঙ্খলা উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিরসনে ব্যাপক আলোচনা হয়। এবং অবৈধ ব্রিকফিল্ডস্ বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
উন্নয়ন কার্যক্রম: গত ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সফরকারী চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দিন এর সাথে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। সভা সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া। সভায় বিভাগীয় কমিশনার বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেয়ার পাশাপাশি উপস্থিত সকলের নিকট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার খোঁজ খবন নেন।
জনকল্যাণ: জনকল্যাণ কর্মসূচীর আওতায় সুবিধাবঞ্চিত এবং নিম্ন আয়ের মানুষের সেবায় নিয়োজিত রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন। ধারাবাহিক কার্যক্রমের মধ্যে স্থানীয় ডিলারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়ার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৯৪০টি পরিবারসহ সদর উপজেরার মোট ১১ হাজার ৭ শত ৩৭ জন স্মার্ট ফ্যামিলী কার্ডধারী নারী পুরুষের মধ্যে বরাদ্দ অনুসারে প্রতি মাসে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর স্বল্প মূল্যের পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বলেন, নিম্ন আয়ের মানুষের মাঝে সহায়তার এই কার্যক্রমটি খুবই জনবান্ধব। নিম্ন আয়ের মানুষ যেন সঠিক ভাবে এই টিসিবি পণ্য পায়, এজন্য নিয়মিত জোরালো ভাবে তদারকি করা হচ্ছে। টিসিবি’র নির্ধারিত ডিলার ব্যতিত এই প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ। ডিলার দুর্নীতি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্মসূচীর আওতায় প্রতি বছর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হচ্ছে।