ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সওজের জায়গায় অবৈধ দখলে থাকা দোকানপাট উচ্ছেদ

আঃ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : ০৭:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / ১৭০ Time View

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের পাক বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাক বাঙ্গরা বাজারে আজ সোমবার দিনভর সওজ কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদ হওয়া দোকান মালিকরা বলছেন কোন ধরণের নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।    

এদিকে সড়ক জনপথ বিভাগের দাবী, বারবার নোটিশ দেওয়ার পরও সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা  সরকারিজায়গা থেকে দোকানগুলো না সরানোর কারণে যথাযথ নিয়ম মেনেই উর্ধতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে নবীনগর কোম্পানীগঞ্জ  সড়কে অবস্থিত বাঙ্গরা বাজারে গিয়ে দেখা যায়, সওজের জেলাকর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতিতে একাধিক ক্রেন দিয়ে সড়কের দুই পাশে অবৈধ ভাবে দখল করে থাকা প্রায় দুইশত পাকা অর্ধপাকা দোকানপাঠ উচ্ছেদ করা হচ্ছে।

জিনদপুর ইউপি চেয়ারম্যান বাঙ্গরা বাজারের সভাপতি রবিউল আওয়াল রবি বলেন পূর্ব নির্ধারিত কোন নোটিশ ছাড়াইআচমকা রাস্তার দুই পাশে শত শত দোকান কয়েক ঘন্টার মথ্যে উচ্ছেদ করা দোকানীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একবারদুবার নয়, অসংখ্যবার বড় এই বাজারে রাস্তার দুই পাশের সরকারি জায়গা থেকে দোকানদারকে নোটিশ দেয়া হয়েছে, একাধিকবার মাইকিং করা হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করেনি। ফলে উর্ধতন কর্মকর্তাতের কঠোর নির্দেশে যথাযথ নিয়ম মেনেই আজ উচ্ছেদ অভিযান করা হয়। তবে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সওজের জায়গায় অবৈধ দখলে থাকা দোকানপাট উচ্ছেদ

আঃ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Update Time : ০৭:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের পাক বাঙ্গরা বাজারে সওজের জায়গা দখল করে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাক বাঙ্গরা বাজারে আজ সোমবার দিনভর সওজ কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে উচ্ছেদ হওয়া দোকান মালিকরা বলছেন কোন ধরণের নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।    

এদিকে সড়ক জনপথ বিভাগের দাবী, বারবার নোটিশ দেওয়ার পরও সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা  সরকারিজায়গা থেকে দোকানগুলো না সরানোর কারণে যথাযথ নিয়ম মেনেই উর্ধতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে নবীনগর কোম্পানীগঞ্জ  সড়কে অবস্থিত বাঙ্গরা বাজারে গিয়ে দেখা যায়, সওজের জেলাকর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতিতে একাধিক ক্রেন দিয়ে সড়কের দুই পাশে অবৈধ ভাবে দখল করে থাকা প্রায় দুইশত পাকা অর্ধপাকা দোকানপাঠ উচ্ছেদ করা হচ্ছে।

জিনদপুর ইউপি চেয়ারম্যান বাঙ্গরা বাজারের সভাপতি রবিউল আওয়াল রবি বলেন পূর্ব নির্ধারিত কোন নোটিশ ছাড়াইআচমকা রাস্তার দুই পাশে শত শত দোকান কয়েক ঘন্টার মথ্যে উচ্ছেদ করা দোকানীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একবারদুবার নয়, অসংখ্যবার বড় এই বাজারে রাস্তার দুই পাশের সরকারি জায়গা থেকে দোকানদারকে নোটিশ দেয়া হয়েছে, একাধিকবার মাইকিং করা হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করেনি। ফলে উর্ধতন কর্মকর্তাতের কঠোর নির্দেশে যথাযথ নিয়ম মেনেই আজ উচ্ছেদ অভিযান করা হয়। তবে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।