ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার হার অনেক বেশি — জেলা প্রশাসক দিদারুল আলম

- Update Time : ১০:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৩০ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার হার অনেক বেশি। পড়াশুনার কোন বিকল্প নেই বেশি বেশি পরিশ্রম করতে হবে ।
তিনি বলেন, গত এস.এস.সি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া ১ম স্থান অর্জন করেন। তিনি বলেন, কুমিল্লা জোনে প্রাচীনকাল থেকেই শিক্ষার ব্যবস্থা খুবই ভাল।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়াধীন সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেপেলমমেন্ট প্রোগ্রাম এর আওতায় পারফরমেন্স বেজড গ্রান্টস্ ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস শীর্ষক স্ক্রিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের ২৮জন উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, আজকে যারা সনদ এবং ক্রেষ্ট গ্রহণ করছেন তাদের পরিশ্রমের ফল।
তিনি আরও বলেন, এবারের এস.এস.সি পরীক্ষা অনেক কঠোর হয়েছে কারণ অতীতে নির্দেশনা ছিল শুধু লিখতে জানলেই পরীক্ষা পাস। তা এখন আর নেই। আগামী দিন আরও বেশি বেশি লেখাপাড়া করতে হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার মুখ উজ্জল করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দিন, জেলা জামায়াতের আমির মোবারক হোসাইন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শিপন আহমেদ প্রমুখ।
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি )মুক্তা গোস্বামী, উপজেলা একাডেডিমক সুপারভাইজার পাপিয়া আক্তার, কৃষি কর্মকর্তা শাহানা আক্তার, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলী আজমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সদর উপজেলা কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সদন বিতরন করেন।
এর আগে জেলা প্রশাসক সদর উপজেলা পরিষদ পরিদর্শন এবং সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক অসহায় গরীর পরিবারের মাঝে গরু এবং চেক বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়